For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির অনবদ্য টিম স্পিরিট-এর কাছে বড় হার হায়দরাবাদের

অনবদ্য টিম স্পিরিট দেখাল দিল্লি ক্যাপিটালস। পরপর তিনটি ম্যাচ জিতে উঠে এল লিগ তালিকায় দ্বিতীয় স্থানে।

  • |
Google Oneindia Bengali News

অনবদ্য টিম স্পিরিট দেখাল দিল্লি ক্যাপিটালস। পরপর তিনটি ম্যাচ জিতে উঠে এল লিগ তালিকায় দ্বিতীয় স্থানে। দিল্লির করা ১৫৫ রান তাড়া করতে নেমে ৩৯ রানে ম্যাচ হারল সানরাইজার্স হায়দরাবাদ। অলআউট হয়ে গেল মাত্র ১১৬ রানে।

দিল্লির অনবদ্য টিম স্পিরিট-এর কাছে বড় হার হায়দরাবাদের

টসে জিতে বল করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত বল করতে শুরু করে সানরাইজার্স হায়দরাবাদ। পরপর ফিরে যান পৃথ্বী শ (৪) ও শিখর ধাওয়ান (৭)। তৃতীয় উইকেটে কলিন মুনরো (২৪ বলে ৪০ রান) ও শ্রেয়স আইয়ার (৪০ বলে ৪৫ রান) ইনিংস টানেন। দুজনে আউট হওয়ার পর শেষদিকে ঋষভ পন্থ (১৯ বলে ২৫ রান) ও ক্রিস মোরিস (৪ রান) ইনিংস এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হন।

শেষদিকে অক্ষর প্যাটেল ১১ বলে ১৪ রান করায় কোনওমতে দেড়শো রানের গণ্ডী টপকে যায় দিল্লি ক্যাপিটালস। শেষ অবধি ৭ উইকেটে ১৫৫ রান তোলে দিল্লি।

জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ শুরুটা দারুণ করে। দলগত ৭২ রানের মাথায় জনি বেয়ারস্টো ৩১ বলে ৪১ রান করে আউট হন। উইকেটের একপ্রান্তে ডেভিড ওয়ার্নার থাকলেও অন্য প্রান্ত থেকে পরপর আউট হতে থাকেন কেন উইলিয়ামসন (৩), রিকি ভুঁই (৭), বিজয় শঙ্কর (১), দীপক হুডা (৩), অভিষেক শর্মা (২), রশিদ খান (০)-রা।

ফলে দিল্লির নিয়ন্ত্রিত বোলিংয়ের সৌজন্যে মিডল অর্ডারে ধস নামে হায়দরাবাদের। যার ফলে ছোট টার্গেটও তাড়া করতে নেমেও দিল্লির টিম স্পিরিটের কাছে হার মানল হায়দরাবাদ। দিল্লির হয়ে কাগিসো রাবাদা ২২ রানে ৪ উইকেট, ক্রিস মোরিস ২২ রানে ৩ উইকেট ও কিমো পল ১৭ রানে ৩ উইকেট নেন।

এই নিয়ে পরপর তিনটে ম্যাচ জিতে আট ম্যাচে দশ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে চলে গেল। দুই থেকে তৃতীয় স্থানে নেমে গেল কলকাতা নাইট রাইডার্স।

English summary
Delhi Capitals beat Sunrisers Hyderabad by 39 runs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X