For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মনোজ দিন্দাদের পাশে দাঁড়ালেন সৌরভ

তৃতীয় দিনে বাংলার আশা জাগিয়েছিলেন মহম্মদ শামি। কিন্তু ব্যাটসম্যানরা মুখ ডোবালেন। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

বাংলা দলে নিয়ে এখন সকলেই বেশ রেগে। গোটা রনজিতে দারুণ পারফরম্যান্সের পর সেমিফাইনালে এসে পা হড়কে গেছে বাংলার। যা নিয়ে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলেছেন। তবে এই অবস্থায় প্রকৃত অভিভাবকের মতো দলের পাশে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভের বচন ফেল, ব্যর্থ সামির লড়াই, লজ্জার হারে সেমিতেই শেষ রনজি অভিযান

[আরও পড়ুন:বৃহস্পতিবারই দিল্লিতে 'বিরুষ্কা'-র মেগা রিসেপশন, নিমন্ত্রণ পেয়ে গেলেন প্রধানমন্ত্রী ][আরও পড়ুন:বৃহস্পতিবারই দিল্লিতে 'বিরুষ্কা'-র মেগা রিসেপশন, নিমন্ত্রণ পেয়ে গেলেন প্রধানমন্ত্রী ]

সৌরভ গোটা রনজিতেই বিভিন্ন সময়ে দলকে পেপটেক দিয়ে তাতিয়ে রেখেছিলেন, দিয়েছিলেন টিপস। কোয়ার্টার ফাইনালে-র গুজরাতের বিরুদ্ধে ম্যাচের সময় তো রাজস্থানেও গিয়েছিলেন তিনি। তারপর দিল্লির বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় দিনের পর সৌরভ দলকে তাতাতে ইডেনের ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের উদাহরণ দিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি।

এদিকে সৌরভ বলেছেন, 'খেলাধুলোয় বিপর্যয় বলে কিছু হয় না। ভাল খেলতে পারেনি বলেই এরকম ভাবে হারতে হয়েছে।' দাদার সোজাসাপ্টা মত ক্রিকেটে এরকম হওয়া অভাবনীয় কিছু নয়।

সৌরভের বচন ফেল, ব্যর্থ সামির লড়াই, লজ্জার হারে সেমিতেই শেষ রনজি অভিযান

তবে এরকমভাবে বড় মঞ্চে চোক করে যাওয়া নতুন কিছু নয়। এরর আগের বার বিজয় হাজারের ফাইনালেও ভেঙে পড়েছিল বাংলা দল। সৌরভের অভিজ্ঞ নজর এটা দলের অভিজ্ঞতার অভাবকেই দায়ি করছেন। সৌরভ বলেছেন,
'অভিজ্ঞতার অভাব। দলের অধিকাংশ ক্রিকেটারই বাচ্চা ছেলে। খেলতে খেলতেই শিখবে। তবে এঁদের আরও উন্নত ক্লাব ক্রিকেটের পরিকাঠামোয় খেলতে হবে।'

সৌরভের বচন ফেল, ব্যর্থ সামির লড়াই, লজ্জার হারে সেমিতেই শেষ রনজি অভিযান


এদিকে মাঠের মতো মাঠের বাইরেও দিল্লির উত্তাপ বজায় রেখেছে। বিভিন্ন বিষয় নিয়ে তির্যক মন্তব্য ছুঁড়ে দেওয়া হচ্ছে বাংলা দলের উদ্দেশ্য। বাংলা ক্রিকেটাররা এতে কিছু প্রকাশ্যে না বলেলও নিজেদের কাছের লোকের কাছে বিরক্তি প্রকাশ করেছেন।
English summary
Delhi goes to Ranji final after misarable performance of bengal cricketer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X