For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির দূষণ: ভারত বাংলাদেশের মধ্যে প্রথম টি-টোয়েন্টি নিয়ে সৌরভের কাছে চিঠি দিলেন পরিবেশবিদরা

রবিবার দিল্লিতে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি লড়াই। কিন্তু দিল্লির আবহাওয়ার ভ্রুকুটিতে ম্যাচ হওয়া নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

রবিবার দিল্লিতে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি লড়াই। কিন্তু দিল্লির আবহাওয়ার ভ্রুকুটিতে ম্যাচ হওয়া নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে।

দিল্লির দূষণ: ভারত বাংলাদেশের মধ্যে প্রথম টি-টোয়েন্টি নিয়ে সৌরভের কাছে চিঠি দিলেন পরিবেশবিদরা

দিওয়ালি পরবর্তী সময়ে দিল্লিতে বায়ুদূষণের মাত্রা আরও বেড়েছে।সেই কারণেই এবার বোর্ডের নতুন প্রেডিসেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিঠি দিলেন পরিবেশবিদরা৷ পরিবেশবিদরা চিঠির মাধ্যমে বোর্ড সভাপতির কাছে দিল্লি থেকে ভারত-বাংলাদেশের প্রথম টি-২০ ম্যাচটি অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়ার আবেদন রেখেছেন।

দিল্লির পরিবেশবিদদের অনেকেরই মত, দিল্লির দূষিত বাতাস খেলোয়াড় ও হাজার হাজার দর্শকদের মাঠে বসে খেলা দেখার জন্য অস্বাস্থ্যকর। সৌরভকে পাঠানো চিঠিতে পরিবেশবিদরা লেখেন, দিল্লির দূষণ এখন মাত্রা ছাড়িয়েছে। এই খারাপ পরিস্থিতির কথা মাথায় রেখে ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা মাথায় রাখা উচিত। পরিবেশবিদদের দাবি এই আবহাওয়ায় তিন-চার ঘণ্টা খেলা চললে, খেলোয়াড় ও গ্যালারির দর্শকদের শরীরের উপর প্রভাব পড়তে বাধ্য।

প্রসঙ্গত এর আগে দিল্লির দূষণের মাঝে বছর দুই আগে ২০১৭ সালে ক্রিকেট খেলতে গিয়ে শ্রীলঙ্কার ক্রিকেট দল রীতিমতো অস্বস্তিতে পড়েছিল।সফরকারী দল মাস্ক পরে খেললে ভারতীয় ক্রিকেট বোর্ডের মুখ পোড়ে। দিল্লির বর্তমান বায়ুদূষণ ফের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানোয় এবার আগে থেকেই সচেতন থাকতে, ম্যাচ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন রেখেছেন পরিবেশবিদরা।

English summary
Delhi Pollution: Sourav Ganguly get to Shift India-Bangladesh T20
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X