For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কুল' ধোনিতে মজে নেট দুনিয়া, ২০১৯ বিশ্বকাপে খেলবেন ধোনি, ঘোষণা প্রাক্তন সতীর্থর

ধোনির ক্রিকেট ও ক্রিকেটের বাইরের ব্যবহার নিয়ে গোটা নেট দুনিয়ায় চাঞ্চল্য

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ক্যাপ্টেন কুলকে নিয়ে রীতিমতো সরগরম সোশ্যাল মিডিয়া। রবিবার পাল্লেকাল যখন উত্তাল মাঠে বোতল ছুঁড়ে চলেছেন শ্রীলঙ্কার সমর্থকরা। খেলা বন্ধ রয়েছে। আর এত কিছুর মধ্যেই মাঠে ঘাসের ওপর শুয়ে খানিক জিরিয়ে নিলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি আসলে তিনিই , কোনওদিন কেউ যা করেনা সেটা করতেই পছন্দ করেন। একসময় বহুল প্রচলিত 'মাহি ওয়ে' শব্দটি তৈরি হয়েছিল তাঁর জন্য, ফের একবার সেটাই প্রমাণ করলেন ধোনি।

'কুল' ধোনিতে মজে নেট দুনিয়া, ২০১৯ বিশ্বকাপে খেলবেন ধোনি, ঘোষণা প্রাক্তন সতীর্থর

এদিকে ধোনির এই ছবি নিয়ে দারুণ শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। ছবি দেখে হেসে খুন আকাশ চোপড়া। প্রাক্তন এই ভারতীয়র মতে, 'চিল করার এই সুযোগ ধোনি ছাড়েননি।'

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Dhoni has got too much chill...<br>'Wake me up when you're done with throwing bottles' 😊🙏😛 <a href="https://t.co/54HbruPj5s">pic.twitter.com/54HbruPj5s</a></p>— Aakash Chopra (@cricketaakash) <a href="https://twitter.com/cricketaakash/status/902003725404958721">August 28, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

শুধু আকাশ চোপড়াই নয়, বহু ধোনি ফ্যানও নিজেদের সোশ্যাল অ্যাকাউন্টে এই ছবি নিয়ে আলোচনা জুড়েছেন।

'কুল' ধোনিতে মজে নেট দুনিয়া, ২০১৯ বিশ্বকাপে খেলবেন ধোনি, ঘোষণা প্রাক্তন সতীর্থর

পাশাপাশি ধোনিকে নিয়ে শ্রীলঙ্কা সিরিজের আগে নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ বলেছিলেন দলে ধোনির জায়গাও নিশ্চিত নয়। এরপরই সমালোচনার ঝড় বয়েছিল সব মহলে। তবে ধোনি সে সময় চুপ ছিলেন। পরপর দুটি ম্যাচে নিঃশব্দে পারফর্ম করেছেন তিনি। তবে ক্যাপ্টেন কুল মুখ না খুললেও তাঁর এক সময়ের সতীর্থ বীরেন্দ্র সেওয়াগ সাফ জানিয়ে দিয়েছেন, ২০১৯ বিশ্বকাপ অবধি ধোনি খেলবেনই।

'কুল' ধোনিতে মজে নেট দুনিয়া, ২০১৯ বিশ্বকাপে খেলবেন ধোনি, ঘোষণা প্রাক্তন সতীর্থর

ধোনির পারফরমেন্সের পাশাপাশি ধোনির জেদের এক গল্প এখন ভাইরাল। বেঙ্কটেশ প্রসাদ জানিয়েছেন,' এশিয়া কাপে পাকিস্তান ম্যাচের কয়েকদিন আগের ঘটনা এটা৷ ধোনি রাতেরবেলা জিম করছিল৷ ওয়েট তুলতে গিয়ে আচমকাই ওর পিঠে টান ধরে যায়৷ ওর ভাগ্য ভাল যে, ওয়েটটা ওর পিঠের উপর পড়ে যায়নি৷ ও হাঁটার অবস্থায় ছিল না৷ রীতিমতো খোঁড়াচ্ছিল৷ অ্যালার্ম বেল বাজিয়েই মেডিক্যাল স্টাফেদের ডেকে নিয়েছিল৷ অবস্থা এমনই হয়েছিল যে, ওকে স্ট্রেচারে করে জিম ছাড়তে হয়েছিল৷ আমি যখন ঢাকায় পৌঁছাই তখন সাংবাদিকরা ধোনির ব্যাপারে আমাকে প্রশ্ন করেছিল৷ আমি কিন্তু কিছুই বলতে পারিনি৷আমি ওর ঘরে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম কী হয়েছে! আমি কী বলব সবাইকে? আমি কি তোমার পরিবর্তে কাউকে ডেকে নেব? ধোনি শুধু বলেছিল ডোন্ট ওরি এমএসকে ভাই৷ এমনিতেই ভারত-পাক ম্যাচ নিয়ে চূড়ান্ত উন্মাদনা থাকে৷ আমি পরদিন সকালেও ধোনির ঘরে গিয়ে ওর খবরাখবর নিয়েছিলাম৷ তখনও সেই একই উত্তর দিয়েছিল ও৷ আমি নির্বাচক হয়ে বুঝতে পেরেছিলাম যে এভাবে চলতে পারে না৷ আমি তখন প্রধান নির্বাচক সন্দীপ প্যাটেলকে ডেকে পুরো পরিস্থিতিটা বোঝাই৷ সন্ধ্যের মধ্যেই পার্থিব প্যাটেল বাংলাদেশে চলে এসেছিল ধোনির বিকল্প হিসেবে৷ আমি সেদিন সন্ধ্যেতেও ধোনির ঘরে গিয়ে ফের জানতে চাই যে, ও কি আদৌ খেলতে পারবে ! এশিয়া কাপের নিয়মই হচ্ছে ম্যাচের ২৪ ঘণ্টা আগে টিমলিস্ট জমা দিতে হয়৷ ধোনি তখনও বলল যে ও খেলবে৷ এরপর নিশ্চিত হওয়ার জন্য আমি ফের রাত এগারোটায় ওর ঘরে যাই৷ গিয়ে দেখি ও ঘরে নেই৷ দেখলাম ওপরে সুইমিং পুলের পাশে ও খুঁড়িয়েই হাঁটছে৷ আমি বুঝতেই পারছিলাম না যে, ও এই অবস্থায় খেলার কল্পনাও বা কি করে করতে পারে ধোনি ! ও আমার দিকে তাকিয়ে বলল, এতো চিন্তা করার নেই৷ আর এমনিই তো তুমি আমাকে না-বলেই পার্থিবকে ডেকে নিয়েছ৷ তুমি নিশ্চিন্তে থাকতে পার৷ ম্যাচের দিন দুপুরে দল ঘোষণার আগেই সবাইকে চমকে দিয়ে ধোনি তৈরি হয়ে চলে এল৷ এরপর ধোনিই আমাকে ওর ঘরে ডেকে বলল, তুমি এতো চিন্তা কেন করছিলে? আমি এক পা নিয়েও পাকিস্তানের বিরুদ্ধে খেলব, এটাই ধোনি৷ এভাবেই ও তৈরি হয়েছে৷'

English summary
Dhoni again shows his 'mahi way' on and off the field
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X