For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় বন্ধ ক্রিকেট, কোয়ারেন্টাইন একাদশে সৌরভ-সচিন-দ্রাবিড়-ধোনিরা কী কাজ পেলেন দেখুন

করোনায় বন্ধ ক্রিকেট, কোয়ারেন্টাইন একাদশে সৌরভ-সচিন-দ্রাবিড়-ধোনিরা কী কাজ পেলেন দেখুন

  • |
Google Oneindia Bengali News

করোনার কারণে সারা পৃথিবীতে এখন সব খেলার প্রতিযোগিতা বন্ধ। ক্রিকেট থেকে ফুটবল, টিভিতে নেই কোনও লাইভ সম্প্রচার। এই অবস্থায় খেলার দুনিয়ার ফ্যানদের হতাশা গ্রাস করছে। করোনা মোকাবিলায় আরও কিছু দিনের লকডাউনে ঘরে থাকতে হবে। এখন তাই গৃহবন্দিতে সোশ্যাল মিডিয়ায় মজার খেলা ও চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ায় নেটিজেনদের আগ্রহ বেড়েছে।

বিসিসিআইয়ের খেলা

মজার খেলা নিয়ে হাজির আইসিসি। ২৪টি প্রশ্ন নিয়ে বিসিসিআই ইতিমধ্যে মজার খেলা তৈরি করেছে। যেখানে ক্রিকেটারদের নকল করে ফ্যানেরা কী কী করেছেন জানাতে হবে। যেমন ধোনির টি-২০ ক্রিকেট বিশ্বকাপের হেয়ার স্টাইল নকল করেছেন কিনা, কিংবা জীবনে কোনও দিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো জার্সি উড়িয়েছেন কিনা, এই সব প্রশ্ন নিয়েই মজা চলছে।

ফিফা'র উদ্যোগ

পছন্দের ফুটবলার , ফুটবলারদের স্মরণীয় ম্যাচ, গোলের মুহূর্তের ভিডিও পোস্ট করে ফ্যানেদের মনোরঞ্জনের চেষ্টা চালাচ্ছে ফিফা।

স্টারের উদ্যোগ

বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করে বোর্ডের আর্কাইভ থেকে ভারতীয় ক্রিকেটের সোনালি দিনের ভিডিও ফুটেজ দেখার সুযোগ করে দিচ্ছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। ইতিমধ্যে ২০০৩ সালের ভারত-পাক বিশ্বকাপের ম্যাচটি সম্প্রচার করা হয়েছে।

কোয়ারেন্টাইন ক্রিকেট একাদশ

এই সূত্র ধরেই ভারতীয় খেলার এক সক্রিয় মস্তিষ্ক নন্দন কামাত ট্যুইটারে এক অভিনব কোয়ারেন্টাইন একাদশ খেলা শুরু করলেন। যেখানে প্রত্যেক ক্রিকেটারকে আলাদা আলাদা ক্যাটাগরিতে নির্বাচন করেছেন তিনি। এখানে কোয়ারেন্টাইনে কে কোন কাজটা করতে পছন্দ করতে পারেন সেই ভিত্তিতে এই একাদশ বেছে নেওয়া হয়েছে ৷ আসলে ক্রিকেটাররা পুরনো দিনে কে কোন কাজ করেছেন, সেই ভিডিতেই মজার এই কোয়ারেন্টাইন একাদশ বাছাই করা হয়েছে। নেটিজেনদের মধ্যে এই একাদশ বেশ সাড়া ফেলছে।

সৌরভ কী দায়িত্ব পেলেন

সৌরভ কী দায়িত্ব পেলেন

উদাহরণ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় এই কোয়ারেন্টাইন একাদশে শার্ট শুকনোর কাজ পেয়েছেন। আসলে ২০০২ সালের ১৩ জুলাই ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে লর্ডসে ম্যাচ জিতে জার্সি উড়িয়েছিলেন মহারাজ ৷ সেকারণে তাঁকে মজার কাজ হিসেবে শার্ট শুকানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

সচিন কী দায়িত্ব পেলেন

সচিন কী দায়িত্ব পেলেন

সেখানে সচিন তেন্ডুলকর হিসেব রক্ষকের কাজ পেলেন। আসলে ক্রিকেট কেরিয়ারে একের পর এক রেকর্ড ভেঙেছিলেন সচিন, তাই তাঁকে রেকর্ড কিপার অর্থাৎ হিসেবে রক্ষকের কাজ দেওয়া হয়েছে।

ধোনি-দ্রাবিড়রা কী দায়িত্ব পেলেন

ধোনি-দ্রাবিড়রা কী দায়িত্ব পেলেন

ধোনিকে সেখানে লকডাউনে সামাজিক দূরত্ব রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। ধোনি ক্রিকেট থেকে এখন দূরত্ব রেখে সময় কাটাচ্ছেন। তাই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। লক ডাউন দেখার দায়িত্ব পাচ্ছেন দ্রাবিড়। আসলে উইকেটে গিয়ে দ্রাবিড় ব্যাট হাতে দেওয়াল তুলে দিয়ে যেন ক্রিজে নিজেকে লক করে দিতেন। তাই তিনি এই কাজ পাচ্ছেন।

ঋষভ পন্থ

ঋষভ পন্থ

অন্যদিকে ঋষভ পন্থ পেয়েছেন বেবি সিটারের কাজ ৷ কারণ অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইনের সঙ্গে তাঁর কথার লড়াইয়ে পেইন পন্থকে বেবি সিটার বলে স্লেজ করেছিলেন।

রবিচন্দ্রন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিন

অশ্বিন কোয়ারেন্টাইন ভাওলেন্স এনফোর্সমেন্টে সুযোগ পাবেন। গত আইপিএলে জস বাটলার ক্রিজ ছেড়ে বেরোতে তাঁকে মানকাড করেছিলেন অশ্বিন। তাই অ্যাশকে এবার কোয়ারেন্টান যারা ভাঙছেন তাঁদের শাস্তি দওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

English summary
Dhoni get Social Distancing,pant chose for Babysitting,Sourav for Air-drying Shirts, India's Quarantine XI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X