For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডিপ ফাইন লেগে ফিল্ডিংয়ে ধোনি, দর্শকদের মধ্যে উচ্ছ্বাস

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচের দ্বিতীয় ইনিংসে দলে মহেন্দ্র সিং ধোনি থাকতেও দীনেশ কার্তিককে উইকেট কিপিং গ্লাভস পরে নামতে দেখে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের বুক ছ্যাঁত করে উঠেছিল।

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচের দ্বিতীয় ইনিংসে দলে মহেন্দ্র সিং ধোনি থাকতেও দীনেশ কার্তিককে উইকেট কিপিং গ্লাভস পরে নামতে দেখে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের বুক ছ্যাঁত করে উঠেছিল। ভারতের বোলিং ইনিংসের শুরুর কয়েক ওভার ক্যাপ্টেন কুলকে মাঠেও নামতে না দেখে টিম ইন্ডিয়ার সমর্থকরা আশঙ্কা করেন, তবে কী চোট পেয়েছেন মাহি?

ডিপ ফাইন লেগে ফিল্ডিংয়ে ধোনি, দর্শকদের মধ্যে উচ্ছ্বাস

সেই ভাবনা-চিন্তার মধ্যেই আচমকাই মাঠে নেমে দর্শকদের আশ্বস্ত করেন মহেন্দ্র সিং ধোনি। তবে উইকেটের পিছনে নিজের পরিচিত জায়গায় ভুলেও গেলেন না ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক। সবাইকে অবাক করে ডিপ ফাইন লেগের দিকে হাঁটা লাগালেন মাহি। কী হচ্ছে কিছু বুঝে ওঠার আগেই ধোনির দিকেই ছুটে এল বল। সেটি ফিল্ড করে নিখুঁত থ্রো-তে বল উইকেটরক্ষক দীনেশ কার্তিকের কাছে পৌঁছতেই হাতাতালি দিয়ে মাহিকে অভিনন্দন জানান দর্শকরা। দুটি নিশ্চিত চার বাঁচিয়ে ফ্যানদের উচ্ছ্বাস প্রকাশের আরো সুযোগ করে দেন ধোনি। মাহির ফিল্ডিংয়ের ভিডিও তাঁর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে, তা ভাইরাল হয়।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">MSD fielding at the boundary line. ❤️<br>And.....<br>The Dhoni Dhoni Chants Begins. 🔥 <a href="https://t.co/NnZj6I2ivs">pic.twitter.com/NnZj6I2ivs</a></p>— DHONIsm™ ❤️ (@DHONIism) <a href="https://twitter.com/DHONIism/status/1132326073209827328?ref_src=twsrc%5Etfw">May 25, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

কিন্তু সেই আনন্দই মাটি হয়ে যায় যখন স্পিনার কুলদীপ যাদবের বলে সহজ ক্যাচ ফেলে দেন ক্যাপ্টেন কুলের পরিবর্তে উইকেটের পিছনে দায়িত্বে থাকা দীনেশ কার্তিক। কিপিং গ্লাভসে ধোনির হাতের অনুপস্থিতি অনুভব করেন ভারতের ক্রিকেটপ্রেমী থেকে ধারাভাষ্যকাররা। একই সঙ্গে, ব্যাটিংয়ের পাশাপাশি কিপিং গ্লাভস হাতেও কার্তিকের ব্যর্থতা, ভারতের বিশ্বকাপ দলে তাঁর প্রয়োজনীয়তা নিয়ে একাধিক প্রশ্ন খাড়া করে।

অন্যদিকে, ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম-ম্যাচে ধোনিকে কিপিং গ্লাভস ছাড়া মাঠে নামতে দেখে অনেক ক্রিকেট প্রেমীদের মনে এও প্রশ্ন ওঠে, তবে কী বিশ্বকাপে উইকেটের পিছনে স্থায়ী নয় ক্যাপ্টেন কুলের জায়গা। যদিও তেমন জল্পনা উড়িয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের এক সদস্যের কথায়, প্রস্তুত ম্যাচ বলেই এই পরীক্ষা, টুর্নামেন্টের মূল পর্বে থোরাই এমন হবে।

English summary
Dhoni in field without keeping gloves in World Cup warm-up match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X