For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরিয়ারের শেষ লগ্নে কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের কীর্তি ছুঁলেন ধোনি

ক্রিকেট নয়, অক্রিকেটীয় কারণে এবার অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যানের কীর্তি ছুঁলেন প্রাক্তন ভারত অধিনায়াক মহেন্দ্র সিং ধোনি।

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট নয়, অক্রিকেটীয় কারণে এবার অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যানের কীর্তি ছুঁলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

বাইশ গজে নয়, আগামী দু'মাস দেশের সেনাবাহিনীতে ধোনি

বাইশ গজে নয়, আগামী দু'মাস দেশের সেনাবাহিনীতে ধোনি

ক্রিকেট থেকে দুমাসের বিশ্রাম নিয়ে এই মুহূর্তে ভারতীয় সেনার প্যারাশ্যুট ট্রেনিংয়ে যোগ দিয়েছেন ধোনি। বৃহস্পতিবার ভারতীয় সেনার ১০৬ নম্বর ইনফ্যানট্রি ব্যাটিলিয়নে যোগ দেন প্রাক্তন ভারত অধিনায়ক। বুধবার বেঙ্গালুরুর হেডকোয়ার্টারে রিপোর্ট করেন মাহি। বাইশ গজের পর মাহিকে এবার দেখা যাবে সেনার দায়িত্বে।

ভারতীয় সেনায় জীবন শুরু করছেন ধোনি, টহল দেবেন কাশ্মীর সীমান্তে

ভারতীয় সেনায় জীবন শুরু করছেন ধোনি, টহল দেবেন কাশ্মীর সীমান্তে

২০১১ সালে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ জেতায় পর, সেনার পক্ষ থেকে ধোনিকে লেফটেন্যান্ট কর্ণেল সম্মানে ভূষিত করা হন। এরপর সেনার হয়ে এই প্রথম কাজ শুরু করতে চলেছেন মাহি।৩১ জুলাই থেকে ১৫ অগাস্ট পর্যন্ত টেরিটোরিয়াল আর্মির ট্রুপের সঙ্গে কাশ্মীরে টহলদারী দিতে দেখা যাবে ধোনিকে। কাশ্মীরে অন্য জওয়ানের মতো টহলদারী, গার্ড ও পোস্ট ডিউটির দায়িত্ব সামলাবেন ধোনি।

কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের কীর্তি ছুঁলেন ধোনি

কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের কীর্তি ছুঁলেন ধোনি

ধোনির মতোই লেফটেন্যান্ট কর্ণেল হিসেবে দেশের সেনার হয়ে কাজ করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যান। ১৯৪০ সালে অস্ট্রেলিয়ান বিমানবাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি। পরবর্তী সময় তাঁকে অস্ট্রেলিয়ান সেনাবাহিনীতে পাঠানো হয়।

সেখানে এক বছরেরও বেশি সময় ফিজিক্যাল ট্রেনিং অফিসার হিসেবে কাজ করেছিলেন ব্র্যাডম্যান। কিংবদন্তি ব্র্যাডম্যানের মতোই এবার সেনার হয়ে কাজ করতে চলেছেন ধোনি। কেরিয়ারের শেষ লগ্নে এসে ডন ব্র্যাডম্যানের কীর্তি ছুঁতে চলেছেন তিনি।আপাতত মাহি ভারতীয় সেনার প্যারাশ্যুট ট্রেনিংয়ে রয়েছেন। ট্রেনিং শেষ হলেই এরপর ৩১ জুলাই থেকে সেনার হয়ে কাজ শুরু করে দেবেন প্রাক্তন ভারত অধিনায়ক।

English summary
dhoni in indian army: Sir Donald Bradman served as lieutenant, now dhoni will do that for his country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X