For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনি না ঋষভ পন্থ - বিশ্বকাপের ভারতের স্টাম্পের পিছনে কাকে দেখতে চান সেওয়াগ

ধোনির উত্তরাধিকারী হিসেবে ঋষভ পন্থকেই বেছে নিলেন বীরেন্দ্র সেওয়াগ। তবে পরবর্তী বিশ্বকাপে তিনি ধোনিকেই স্ট্যাম্পের পেছনে দেখতে চান। 

  • |
Google Oneindia Bengali News

সদ্য ভারতীয় টেস্ট দলে সুযোগ পাওয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থকেই মহেন্দ্র সিং ধোনির যোগ্য উত্তরসুরি বলে মত দিলেন বীরেন্দ্র সেওয়াগ। কিন্তু আগামী বছর অনুষ্ঠিত হতে চলা একদিনের বিশ্বকাপে উইকেট রক্ষক হিসেবে ভারতের কাকে নিয়ে যাওয়া উচিত? কী বললেন নজফগড়ের নবাব?

ধোনি না ঋষভ পন্থ - স্টাম্পের পিছনে কাকে চান সেওয়াগ

ইচ্ছেমতো ৬ মারার দক্ষতার জন্য ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেটে নাম কিনেছেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি প্রমাণ করেছেন তিনি বড় মঞ্চের খেলোয়াড়। এরপরই একটা প্রশ্ন ভারতীয় ক্রিকেট মহলে উঠতে শুরু করেছে। আগামী বিশ্বকাপে ভারতের দলে কী মহেন্দ্র সিং ধোনিকেই নেওয়া উচিত, নাকি সামনের দিকে তাকিয়ে পন্থকে নিয়ে যাবে ভারত?

ভারতীয় দলের প্রাক্তন ওপেনার সেওয়াগ মনে করেন পন্থ ধোনির যোগ্য উত্তরসুরি হলেও বিশ্বকাপে চাই ধোনির অভিজ্ঞতা। এক সর্বভারতীয় টিভি চ্যানেলে তিনি বলেছেন, 'পন্থকে এখনই একদিনের দলে নিলেও বিশ্বকাপের আগে ও মাত্র ১৫-১৬টা ম্যাচ খেলার সুযোগ পাবে। অন্যদিকে ধোনির পকেটে ৩০০'র বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে।'

তাই বিশ্বকাপ অবধি ধোনিকেই ভারতীয় দলের ইউকেটের পিছনে দেখতে চেয়েছেন সেওয়াগ। তিনি চেয়েছেন, ধোনি যেদিন ক্রিকেট বুট তপলে রাখার কথা ভাববেন, সেইদিন তিনি যেন তাঁর ব্যাটন তুলে দিয়ে যান ঋষভ পন্থের হাতে।

আসন্ন এশিয়া কাপ নিয়েও তিনি মতামত প্রকাশ করেছেন। পাকিস্তানকে হাল্কাভাবে না নিলে ভারতেরই এই কাপ জেতা উচিত বলে মনে করেন সেওয়াগ। তাঁর মতে আজকের শ্রীলঙ্কা, আর কয়েকবছর আগের শ্রীলঙ্কার মধ্যে অনেক তফাত। তাদের পক্ষে এখনকার ভারতকে হারানো সম্ভব নয়। আর বাংলাদেশকে অনেকে কালো ঘোড়া হিসেবে মানলেও সেওয়াগের মতে তাদের যাবতীয় জারিজুরি সব উপমহাদেশের মাঠে। বাইরে তারা ভারতের বিরুদ্ধে সেভাবে কখনই সাফল্য পায়নি।

English summary
Virender Sehwag has identified Rishabh Pant as the successor of Dhoni. However, he wants Dhoni to be behind the stumps in the next World Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X