ইংল্যান্ড বিশ্বকাপের পর এখনও পর্যন্ত ক্রিকেটে না ফেরা লেজেন্ড মহেন্দ্র সিং ধোনিকে ছাড়াই যে ভবিষ্যতের কথা ভাবতে শুরু করেছে বিসিসিআই, তা কিন্তু স্পষ্ট হচ্ছে। সেক্ষেত্রে ধোনি কবে অবসর নেবেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। আবার একটা পক্ষের দাবি, ধোনির মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে। কারণ, কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের জুনিয়র ক্রিকেট দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় মাহিকে। সে সবের মধ্যেই কেউ বা কারা 'ধোনি রিটায়ার্স' হ্যাশট্যাগ করেছে সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়ে নেটিজেনদের প্রতিক্রিয়া তীব্র হয়েছে।
উল্লেখ্য, ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি ও টেস্ট দল ঘোষণার সময় দেশের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ স্পষ্ট জানান যে এমএস ধোনিকে ছাড়াই ভবিষ্যতের কথা ভাবছে ভারতীয় ক্রিকেট। ধোনির পরিবর্ত হিসেবে যে ঋষভ পন্থকেই ভাবা হচ্ছে, তাও সেদিন স্পষ্ট করে দেন প্রসাদ। অর্থাৎ এমএস-কে বাইরে রেখেই যে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভাবছেন নির্বাচকরা, তা কিন্তু জলের মতো পরিষ্কার। যদিও ভারতের সর্বকালের সেরা অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। ধোনিকে যোগ্য সম্মান দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বিসিসিআই-র সভাপতি তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
Dear dhoni we would not let you go without this :#DhoniRetires pic.twitter.com/yYlwxkx5ty
— Vikram Singh 🇮🇳 (@TheVikram_) October 29, 2019
To whom all tweeting #DhoniRetires pic.twitter.com/mbJTdvQQzU
— Yashasvi_talwar (@witchy_soul) October 28, 2019
সেসবের মধ্যে মহেন্দ্র সিং ধোনি অবসর করেছেন, এমন জল্পনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ বা কারা 'ধোনি রিটায়ার্স' হ্যাশট্যাগ করেছে টুইটার, ফেসবুকে। যা সত্যি ভেবে হতাশ হয়েছেন বহু ধোনি ভক্ত। অনেকে তো এমএস-কে অবসর না নেওয়ার জন্য আবেদনও করেছেন। যদিও বিষয়টি যে পুরোপুরি ভুয়ো, তা বোঝা যায় পরে। যে বা যারা এই কাজ করেছেন, তাদের সমালোচনায় বিদ্ধ করেছেন নেটিজেনরা।