For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপেক্ষার অবসান! থালাইভা ধোনির ব্যাটিং দেখতে মাঠ ভরালেন ফ্যানেরা

অপেক্ষার অবসান! থালাইভা ধোনির ব্যাটিং দেখতে মাঠ ভরালেন ফ্যানেরা

  • |
Google Oneindia Bengali News

অপেক্ষার অবসান! ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন মহেন্দ্র সিং ধোনি। মাহির ব্যাটিং প্র্যাকটিস দেখতে চিপকের গ্যালারি ভরালেন সমর্থকরা। সেই ভিডিওই এখন চেন্নাই সমর্থকদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে।

মনমুগ্ধকর

মনমুগ্ধকর

এই ছবিটি একেবারে পিকচার পারফেক্ট কেন তার অন্যতম কারণ হল পোশাকের মেলবন্ধন। খান পরিবারের সবচেয়ে খুদে সদস্য থেকে শুরু করে প্রত্যেকে ডেনিম আর সাদা শার্ট নয় টপ পরেছেন। দারুণ।

ধোনি...ধোনি কলরব

চেন্নাই সুপার কিংসের টুইটারে পোস্ট হওয়া ভিডিওতে দেখা গিয়েছে হলুদ জার্সিতে ধোনি চিপক স্টেডিয়ামে পা রাখার সময় গ্যালারিতে মাহি... মাহি... স্লোগান ওঠে। এরপর ধোনি নেটে ব্যাট ধরে স্টান্স নিলে সমর্থকরা মোবাইলে মুহূর্তটি ক্যামেরা বন্দি করে রাখার সঙ্গে মাহির সমর্থন আরও জোরে গলা ফাটাতে শুরু করে।

আরও একবার

আরও একবার

এতক্ষণ তো হল পুরো ফ্রেমটার কথা, কিন্তু শাহরুক হোক বা গৌরি, আরিয়ান হোক বা সুহানা এই ছবিতে সবাইকে আলাদা করে দারুণ দেখাচ্ছে। আর ছোট্ট আব্রাম সবচেয়ে মিষ্টি।

ওভারস্টেপে ছক্কা

দেশের হয়ে শেষবার ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছেন। এরপর জাতীয় ক্রিকেট থেকে অঘোষিত সন্ন্যাস!

প্রায় সাত মাস ক্রিকেটের বাইরে থাকলে তাঁর খেলায় যে ধার কমেনি প্রস্তুতিতেই তা বোঝা গেল। প্রস্তুতি একবারের জন্যেও ধোনিকে সমস্যায় পড়তে হয়েনি। ক্রিকেটে ফেরার পর ধোনির ব্যাটে টাইমিং দারুণ। পেসারদের বিরুদ্ধে নেট প্রস্তুতি ডেলিভারি একেবারে মাহির ব্য়াটের মাঝে লেগেছে। এর মধ্যে ওভারস্টেপে ছক্কা হাঁকিয়ে গ্যালারিতে বলও পাঠিয়েছেন চেন্নাই কাপ্তান।

শেষের শুরু

শেষের শুরু

এস গোষ্ঠীর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন গৌরি খান। এই গোষ্ঠীর প্রিমিয়াম বাড়ির সিগনেচার অন্দরসজ্জা করবেন ডিজাইনার গৌরি নিজেই।

এ যেন ধোনির ঘরে ফেরা

উল্লেখ্য সোমবারই আইপিএল প্রস্তুতির জন্য ধোনি চেন্নাই পৌঁছন। বিমানবন্দর চেন্নাইয়ের ক্রিকেট সমর্থকরা তাঁকে ওয়েলকাম জানায়। মাহি...মাহি... স্লোগানে চেন্নাইয়ের বিমানবন্দর মুখরিত ছিল। মেরুন রঙের টি-শার্ট ও ব্ল্যাক জিন্সে সেজেছিলেন ধোনি।

বিমানবন্দর থেকে ধোনি সোজা হোটেলে যান। ধোনির চেন্নাইতে পৌঁছনোর মুহূর্ত ফ্রেমবন্দি করে ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সিএসকে ফ্র্যাঞ্চাইজি। #হোমসুইটডেন লিখে ভিডিও পোস্ট করে সিএকে ফ্র্যাঞ্চাজির পক্ষ থেকে লেখা হয়েছে চেন্নাইয়ে ধোনির প্রথম দিন। ভক্তদের গায়ে কাঁটা দেবে!

আধুনিক জীবনযাপন ও ডিজাইন নিয়ে স্মারক বই

আধুনিক জীবনযাপন ও ডিজাইন নিয়ে স্মারক বই

আগামীকাল ২ নভেম্বর একটি স্মারক বইয়ের মাধ্যমে গোষ্ঠীর সঙ্গে গৌরির যুক্ত হওয়ার খবরটি শোকেস করা হবে।

ধোনির টার্গেট চতুর্থবার আইপিএল ট্রফি জয়

শেষবার ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১ রানে ম্যাচ হেরে রানার্স হয়ে আইপিএল ট্রফি হারাত হয়েছিল। নির্বাসনের পর চেন্নাই ফ্র্যাঞ্চাইজি আইপিএলে ফিরলে ২০১৮ সালে ধোনি দলকে চ্যাম্পিয়ন করেছিলেন।

২০২০ সালে ধোনি সিএসকেকে চতুর্থবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন করতে পারে কিনা, সেটাই এখন দেখার। ২৯ মার্চ ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চেন্নাই বছর আইপিএল অভিযান শুরু করতে চলেছে।

বইতে ছেলেমেয়ের জন্য গৌরির বার্তা

বইতে ছেলেমেয়ের জন্য গৌরির বার্তা

এই বইতে ছেলেমেয়ের জন্য দারুণ একটি মেসেজও লিখেছেন গৌরি। "আমি আশা করব আমার ছেলেমেয়েরা জীবনে যাই করতে চাক না কেন , কিন্তু সেই কাজে যেন মনোযোগী এবং কঠোর পরিশ্রমী হয়। আমি চাই নিজের স্বপ্ন নিয়ে তারা আবেগপ্রবণ ও উৎসাহী হোক। নিজের লক্ষ্যে পৌছনো না পর্যন্ত যেন তারা হাল না ছাড়ে।"

English summary
Dhoni starts IPL2020 training, get warm reception from galley in CSK's first training session
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X