For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিশ্রম সৌরভের, সুনাম পেলেন ধোনি, কেন এমন বললেন গম্ভীর

পরিশ্রম সৌরভের, সুনাম পেলেন ধোনি, কেন এমন বললেন গম্ভীর

  • |
Google Oneindia Bengali News

চলতি মাসে পরপর দুই দিনে দুই প্রাক্তন অধিনায়কের জন্মদিন গিয়েছে। ৭ জুলাই ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিন গিয়েছে। ৩৯ এ পা রেখেছেন মাহি। পরদিন ৮ জুলাই ভারতের আরেক প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৪৮ এ পা রেখেছেন। ক্রিকেট ফ্যানেদের কাছে এটি একেবারে ক্রিকেট স্টারদের বার্থ ডে স্পেশাল মাস। আর দুই অধিনায়কদের জন্মদিন পারের কিছুদিনের মধ্যে ধোনি-সৌরভকে নিয়ে মন্তব্য জুড়লেন গৌতম গম্ভীর। সৌরভের উত্তরসূরি ধোনির অধিনায়কত্বে গম্ভীর দুবার বিশ্বকাপ জিতেছেন। কিন্তু ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মাহির সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে কিনা জানা নেই, বারেবারেই ধোনিকে নিয়ে বিস্ফোরণ ঘটান গম্ভীর। এবার সৌরভ-ধোনি প্রসঙ্গ তুলে বিস্ফোরণ ঘটিয়ে দিলেন।

পরিশ্রম সৌরভের সুনাম পেলেন ধোনি

পরিশ্রম সৌরভের সুনাম পেলেন ধোনি

সৌরভ-ধোনি প্রসঙ্গ নিয়ে এক মন্তব্যে গম্ভীর বলেছেন, 'পরিশ্রম সৌরভের কিন্তু সুনাম পেল ধোনি।' ধোনির অধিনায়কত্বে টেস্ট ক্রিকেট ভারত বিশ্বের পয়লা নম্বর দলের শিরোপা অর্জন করেছিল। টেস্ট অধিনায়ক হিসেবে ধোনির মুকুটে এই পালক জুড়ে রয়েছে। কিন্তু বিদেশে টেস্ট জেতার সাহস দেখানো থেকে প্রতিপক্ষের চোখে চোখ রেখে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে লড়াকু মানসিকতা তৈরির পথ গড়েছিলেন সৌরভ। এখানেই ভারতীয় ক্রিকেটে টেস্টে এক নম্বরে পৌঁছানোর কৃতিত্ব যদি কারুর থাকে সেটা ধোনির পরিবর্তে সৌরভকে দেওয়া উচিত মনে করেন গম্ভীর।

গম্ভীর যা বলেছেন

গম্ভীর যা বলেছেন

গম্ভীর তাঁর বক্তব্যে জুড়েছেন 'ভারতীয় দলে সফল পেসার জাহির খানের সাফল্যে ধোনি দলকে টেস্টে এক নম্বরে নিয়ে গিয়েছিল। এই জাহিরকে কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় তৈরি করেছিলেন। আমার মতে এখনও পর্যন্ত জাহির খানই ভারতের সেরা বিশ্বমানের বোলার। '

ধোনির চেয়ে সৌরভকে অনেক বেশি খাটতে হয়েছে

ধোনির চেয়ে সৌরভকে অনেক বেশি খাটতে হয়েছে

গম্ভীর আরও বলেছেন, 'ধোনি ভাগ্যবান অধিনায়ক। বীরেন্দ্র সেহওয়াগ থেকে আমি, ইউসূফ,বিরাট, যুবরাজ! ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দল একের পর এক মণিমুক্ত ছিল। ফলে দলকে নিয়ে সেই পরিশ্রম ধোনিকে করতে হয়নি। তুলনায় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে দল তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি খাটতে হয়েছে।

 বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তিতে কী লিখেছিলেন গম্ভীর

বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তিতে কী লিখেছিলেন গম্ভীর

প্রসঙ্গত চলতি বছরে ২ এপ্রিল ২০১১ বিশ্বকাপ জয়ের ৯ বছর পূর্তি গেল। বিশ্বকাপ জয়ের পূর্তি উপলক্ষ্যে এক ক্রিকেট ওয়েব সাইট ধোনি ছক্কা হাঁকানো ছবি দিয়ে পোস্ট করেছিলেন। যা নিয়ে গম্ভীর মেজাজ হারান। প্রতিক্রিয়ায় গম্ভীর লিখেছেন, 'ভারতীয় দলের সবাই একসঙ্গে ঘাম ঝরিয়ে বিশ্বকাপ জিতেছিল। তবু একটি শট নিয়ে বাড়াবাড়ি প্রচার গেল না!'

English summary
Dhoni won so many trophies because of Sourav Ganguly's hardwork, says Gautam Gambhir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X