For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে 'ভগবানের হাত'-ই ভরসা দিয়েগো মারাদোনার!

করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে 'ভগবানের হাত'-ই ভরসা দিয়েগো মারাদোনার!

  • |
Google Oneindia Bengali News

তাঁর খেলোয়াড় জীবনের কুখ্যাত 'ভগবানের হাত' সংক্রান্ত বিতর্ক আরও একবার উস্কে দিলেন কিংবদন্তি দিয়েগো আরমেন্দো মারাদোনা। বললেন, বর্তমান পরিস্থিতিতে একমাত্র ইশ্বরই করোনা ভাইরাসের হাত থেকে বিশ্ব সংসারকে বাঁচাতে পারেন। তাই সেদিকেই তিনি তাঁকিয়ে রয়েছেন বলে জানিয়েছেন মারাদোনা।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের জেরে আক্রান্তের সংখ্যা ৩১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে দুই লক্ষেরও বেশি মানুষের। আমেরিকা, ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি তো বটেই, ব্রাজিল, আর্জেন্টিনা সহ বিশ্বের সব ফুটবল খেলিয়ে দেশেও মারণ ভাইরাসের প্রভাব ছড়িয়েছে।

বন্ধ ফুটবল

বন্ধ ফুটবল

করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে বুন্দেসলিগা, লা লিগা, লিগ ওয়ান, সিরি এ, প্রিমিয়ার লিগ-র মতো বিশ্বের প্রথম সারির ফুটবল টুর্নামেন্ট। পিছিয়ে দেওয়া হয়েছে ইউরো কাপ ও কোপা আমেরিকা। জনপ্রিয় চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগও বা কবে শুরু, তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।

আর্জেন্টাইন ফুটবল

আর্জেন্টাইন ফুটবল

করোনা ভাইরাসের লাগামছাড়া প্রভাব বিস্তারের জেরে আর্জেন্টিনায় ফুটবল সংক্রান্ত সব ধরনের কার্যকলাপ বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী দুই মরশুমের জন্য ঘরোয়া লিগে অবনমন তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। সেক্ষেত্রে একটুর জন্য রক্ষা পেয়েছে লেজেন্ড দিয়েগো মারাদোনার কোচিং নেওয়া ক্লাব জিমনাসিয়া।

ভগবানের হাত

ভগবানের হাত

১৯৮৬-র ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সৌজন্যে দিয়েগো আরমেন্দো মারাদোনার দুর্দান্ত পারফরম্যান্স। সেই টুর্নামেন্টেরই কোয়ার্টার ফাইনালে দুর্ধর্ষ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। হাড্ডিহাড্ডি ওই ম্যাচ ২-১ গোলে জিতেছিল লাতিন আমেরিকার দেশ। সৌজন্যে মারাদোনার শতাব্দী সেরা গোল এবং 'ভগবানের হাত'। প্রথম ক্ষেত্রে সাত জনকে কাটিয়ে গোল দিয়েছিলেন দিয়েগো। আর দ্বিতীয় ক্ষেত্রে তাঁর হাতে লেগে বল জড়িয়েছিল ইংল্যান্ডের জালে। বিতর্কিত সেই হাত ভগবানের বলে দাবি করেছিলেন মারাদোনা।

করোনার বিরুদ্ধে যুদ্ধ

করোনার বিরুদ্ধে যুদ্ধ

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সেই 'ভগবানের হাত'-ই ভরসা রাখলেন দিয়েগো আরমেন্দো মারাদোনা। বর্তমান পরিস্থিতিতে একমাত্র ইশ্বরই করোনা ভাইরাসের হাত থেকে বিশ্ব সংসারকে বাঁচাতে পারেন। তাই সেদিকেই তিনি তাঁকিয়ে রয়েছেন বলে জানিয়েছেন মারাদোনা।

English summary
Diego Maradona' s faith on hand of God to end coronavirus pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X