For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ডের বিরুদ্ধে দল গঠন নিয়ে বিসিসিআইকে তুলোধনা বেঙ্গসরকরের

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর ভারতের দল গঠন নিয়ে কড়া সমালোচনা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক দিলীপ বেঙ্গসরকর। সৌরভের মতোই ভারতীয় দলের মিডিল অর্ডার নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন এই তারকা ক্রিকেটার।

Google Oneindia Bengali News

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর ভারতের দল গঠন নিয়ে কড়া সমালোচনা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক দিলীপ বেঙ্গসরকর। সৌরভের মতোই ভারতীয় দলের মিডিল অর্ডার নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন এই তারকা ক্রিকেটার। সমালোচনা করেন ভারতীয় টিম ম্যানেজমেন্টের দল গঠন নিয়েও।

ইংল্যান্ডের বিরুদ্ধে দল গঠন নিয়ে বিসিসিআইকে তুলোধনা বেঙ্গসরকরের

বিসিসিআইয়ের কড়া সমালোচনা করে বেঙ্গসরকর বলেন, 'ব্যাটিং অর্ডারে তিন নম্বর এবং চার নম্বর স্থান সব থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু যে ভাবে ভারতীয় নির্বাচকরা দল গড়ছেন তা একেবারেই সঠিক নয়। এখনও পর্যন্ত আমাদের চার নম্বর জায়গাটা আমরা শক্ত করতে পারিনি। কেএল রাহুল, অজিঙ্ক রাহানের মতো তারকাদের নিয়ে যা হচ্ছে, তা একেবারেই কাম্য নয়।'

ইংল্যান্ড সফরে অজিঙ্ক রাহানেকে ভারতীয় দলে না রাখা নিয়েও প্রশ্ন তুলে দেন প্রাক্তন এই তারকা। তিনি বলেন, 'যদি একদিনের দলে অজিঙ্ককে না রাখা হয়, তাহলে সাদা চোখে যা দেখা যাচ্ছে, তার বাইরেও নিশ্চয়ই কোনও ব্যপার রয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব সামলানো অজিঙ্ক কী ভাবে তার পরের ম্যাচেই ড্রপ হয়, তা বোধগম্য হচ্ছে না। বারবার ইংলিশ কন্ডিশনে ভাল পারফর্ম করা রাহানেকে কেন দলে রাখা হল না সেটাও বোধগম্য হল না। দলের অন্দরে হচ্ছেটা কী? যদি মিউজিক্যাল চেয়ার খেলা হয়ে থাক, তাহলে টপ অর্ডারের প্লেয়ারদের উপর ভরসা রাখতে হবে যে ওরা যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখে। এখনও কেএল রহুল সেটেল হতে পারল না। ওর লেভেলের ক্রিকেটারের জন্য এটা একেবারেই ভাল নয়।'

English summary
Past chairman of selectors committee Dilip Vengsarkar slams BCCI for not picking a strong squad against England.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X