For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে ধাওয়ানের ফিরে আসা কঠিন হবে, মনে করেন বেঙ্গসরকার

ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ানের চোট সারিয়ে বিশ্বকাপে ফেরা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ানের চোট সারিয়ে বিশ্বকাপে ফেরা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার। প্রাক্তন জাতীয় নির্বাচকের কথায়, ভারতের বাঁ-হাতি ওপেনারের জন্য বিষয়টি অতটা সহজ নাও হতে পারে।

বিশ্বকাপে ধাওয়ানের ফিরে আসা কঠিন হবে, মনে করেন বেঙ্গসরকার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্যাট কমিন্স ও নাথান কুল্টার নাইলের বল লেগে শিখর ধাওয়ানের বাঁ-হাতের বুড়ো আঙুলে চিড় ধরে। দল থেকে ছিটকে গেলেও ইংল্যান্ডেই তাঁর চিকিৎসা চলছে। বিরাট বাহিনীর প্রতি ম্যাচে ড্রেসিংরুমেও দেখা যাচ্ছে গব্বরকে। তাঁর আত্মবিশ্বাস দেখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বিশ্বাস করতে শুরু করেছেন, বিশ্বকাপের নক-আউট স্টেজ শুরুর আগেই প্রথম একাদশে ফিরবেন শিখর।

তবে তা হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করেন দেশের প্রাক্তন ক্রিকেটার তথা নির্বাচক। এ ব্যাপারে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন দিলীপ বেঙ্গসরকার। বলেছেন, তিনি ১৯৮৩-র ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গ্রুপ ম্যাচে ম্যালকম মার্শালের বলে চোট পেয়ে তিনি দল থেকে ছিটকে যান। ফাইনাল ম্যাচের আগে তাঁর চোট পুরোপুরি সেরে গেলেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট দলের উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি বলেই জানিয়েছেন বেঙ্গসরকার। ফলে তাঁকে ড্রেসিং রুমে বসেই কপিল দেবদের জয় দেখতে হয়েছিল।

বিশ্বকাপে ধাওয়ানের ফিরে আসা কঠিন হবে, মনে করেন বেঙ্গসরকার

শিখর ধাওয়ানের সঙ্গেও এমনটা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দিলীপ বেঙ্গসরকার। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ধাওয়ানের পরিবর্তে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে সফল হয়েছেন কেএল রাহুল। একই সঙ্গে শিখর ধাওয়ানের পরিবর্তে ভারতীয় দলে কভার হিসেবে ঋষভ পন্থকে ঢেকে পাঠানো নিয়েও আপত্তি জানিয়েছেন দিলীপ বেঙ্গসরকার। তাঁর মতে, ঋষভের থেকে অজিঙ্ক রাহানে ইংল্যান্ডে অনেক বেশি কার্যকরী হতে পারতেন।

English summary
Dilip Vengsarkar worried about Shikhar Dhawan, afraid of if left hander win his place back in Indian team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X