For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় ধোনির জায়গা নিতে চান এই ক্রিকেটার

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলে ফিরতে চান দীনেশ কার্তিক। ওই টুর্নামেন্টে মহেন্দ্র সিং ধোনির মতো ফিনিশারের ভূমিকা পালন করতে চান বলেও জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক।

  • |
Google Oneindia Bengali News

সীমিত ওভারের ক্রিকেট থেকে অঘোষিত সন্ন্যাস নিলেও এখনও অবসর ঘোষণা করেননি লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি। এমএস-র ক্রিকেট ভবিষ্যত নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই টিম ইন্ডিয়ায় তাঁর জায়গা নিতে বদ্ধপরিকর দেশের আরও এক উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিক। বলেছেন, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ভারতীয় ক্রিকেট দলে ফিরতে চান। ওই টুর্নামেন্টে মহেন্দ্র সিং ধোনির মতো ফিনিশারের ভূমিকা পালন করতে চান বলেও জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক।

টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় ধোনির জায়গা নিতে চান এই ক্রিকেটার

উল্লেখ্য, ২০১৯-র বিশ্বকাপের জন্য ইংল্যান্ডে পাঠানো টিম ইন্ডিয়ার ১৫ জনের দলে দীনেশ কার্তিককে রাখা হয়েছিল। সেমিফাইনাল সহ টুর্নামেন্টের কয়েকটি ম্যাচে প্রথম একাদশে সুযোগও দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু ব্যাট হাতে তাঁর হতাশাজনক পারফরম্যান্সে বিরক্ত হন দেশের ক্রিকেট প্রেমীরা। ডিকে-র খেলায় অসন্তুষ্ট হয়ে তাঁকে বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দল থেকে ছেটে ফেলা হয়। তা বলে টিম ইন্ডিয়ায় ফের ঢোকার রাস্তা যে তাঁর জন্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তেমনটা বিশ্বাস করেন না তামিলনাড়ুর এই ক্রিকেটার।

বিজয় হাজারে ট্রফিতে অবিশ্বাস্য ব্যাটিং করে তামিলনাড়ুকে ম্যাচ জেতান ৩৪ বছরের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তিনি যে এখনও পারেন, তা মনপ্রাণ দিয়েও বিশ্বাস করেন ডিকে। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ওই টুর্নামেন্টে তিনি টিম ইন্ডিয়ায় ফের জায়গা করে নেবেন বলেই বিশ্বাস করেন কার্তিক। ওই দলে তিনি মহেন্দ্র সিং ধোনির মতোই উইকেটরক্ষক তথা ফিনিশার ব্যাটসম্যানের ভূমিকা পালন করতে চান বলে জানিয়েছেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক।

English summary
Dinesh Karthik want to take charge MS Dhoni-like finishing role for T20 World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X