For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আতঙ্কেও শীঘ্র ক্রীড়া ইভেন্ট শুরু করতে চান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

করোনা আতঙ্কেও শীঘ্র ক্রীড়া ইভেন্ট শুরু করতে চান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের দাপটে হাহাকার বিশ্বজুড়ে। স্তব্ধ সব ধরনের পরিষেবা। বন্ধ ক্রীড়া ইভেন্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কালঘাম ছুটছে প্রশাসনের। হু হু করে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এমতাবস্থায় ক্রীড়া ইভেন্ট ফের শুরু করা নিয়ে কী বার্তা দিলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, এক নজরে দেখে নেওয়া যাক।

করোনার প্রভাব

করোনার প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা প্রায় ৬৫ হাজার। কেবল আমেরিকাতেই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন লক্ষেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে সাড়ে আট হাজার মানুষের। ভারতে ইতিমধ্যেই মারণ ভাইরাসের বলি হয়েছেন ৯৯ জন। আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে গিয়েছে।

বন্ধ ক্রীড়া ইভেন্ট

বন্ধ ক্রীড়া ইভেন্ট

করোনা ভাইরাসের জেরে ভারতে স্থগিত করা হয়েছে আইপিএল। বিশ্বজুড়ে সব ধরনের ক্রিকেট প্রতিযোগিতাও আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। স্থগিত, বাতিল কিংবা পিছিয়ে দেওয়া হয়েছে বিশ্বের তাবড় ফুটবল প্রতিযোগিতা। আমেরিকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এনবিএ, এনএইচএল, এমএলএস, পিজিএ ট্যুরের মতো জনপ্রিয় ক্রীড়া ইভেন্টগুলি।

কী বললেন ট্রাম্প

কী বললেন ট্রাম্প

এখন যা পরিস্থিতি, তাতে এই মুহূর্তে যে আমেরিকায় ক্রীড়া ইভেন্টগুলি শুরু করা যাবে না, তা মেনে নিয়েছে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তবে পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই দেশে ফের এনবিএ, এনএইচএল, এমএলএস, পিজিএ ট্যুরের মতো জনপ্রিয় ইভেন্টগুলি শুরু করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, আমেরিকার নাগরিকরা ফের স্বাভাবিক জীবনে ফিরতে চাইছেন। গল্ফ কোর্সে গিয়ে খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে চাইছেন।

বৈঠক করেন ট্রাম্প

বৈঠক করেন ট্রাম্প

পরিস্থিতির গুরুত্ব বুঝে ক্রীড়া ইভেন্টের উদ্যোক্তাদের সঙ্গে ফোনে বৈঠক করেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তারা প্রশাসনকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে সূত্রের খবর।

English summary
Donald Trump told 'sooner rather than later' on start of sports events amid coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X