For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত তথা বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন ডোনাল্ড ট্রাম্পের হাতে!

ভারত তথা বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন ডোনাল্ড ট্রাম্পের হাতে!

  • |
Google Oneindia Bengali News

নবরূপে গড়ে ওঠা আহমেদাবাদের মোতেরা ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন হবে আগামী সোমবার। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত তথা বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। সেদিন গোটা বিশ্বের নজর থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শহরে।

ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর

ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর

২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত। ওই দিনই অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে। একই দিনে ভারতে পৌছনোর কথা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ২৪ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার ফের আমেরিকায় ফিরে যাওয়ার কথা ট্রাম্পের।

মোতেরা ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন

মোতেরা ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন

আগামী সোমবার ভারত থেকে আমেরিকায় ফিরে যাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই দিনই তিনি গুজরাতের রাজধানী আহমেদাবাদে নতুন রূপে গড়ে ওঠা মোতেরা ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্টের আগমনের আয়োজন উপলক্ষ্যে আশি থেকে পঁচাশি কোটি টাকা বরাদ্দ করছে আহমেদাবাদ প্রশাসন। তার মধ্যে রাস্তা সংস্কার সহ একাধিক উন্নয়নমূলক কাজে ৩০ কোটি টাকা ইতিমধ্যেই খরচ হয়ে গিয়েছে বলেও খবর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তার স্বার্থে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়াম ও তার আশেপাশের এলাকায় ১২ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে বলে জানানো হয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

সংস্কারের পর আহমেদাবাদের মোতেরা ক্রিকেট স্টেডিয়াম বিশ্বের বৃহত্তম বলে বিসিসিআই-র তরফে দাবি করা হয়েছে। এই ক্রিকেট স্টেডিয়ামে ১ লক্ষ ১০ হাজার মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন বলে জানানো হয়েছে। ব্যাপকতায় অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্টেডিয়ামকেও টপকে গিয়েছে মোতেরা।

আইপিএলের ফাইনাল!

আইপিএলের ফাইনাল!

বিসিসিআই-র তরফে আইপিএলের লিগ ম্যাচের সূচি প্রকাশ করা হলেও প্লে-অফ ও ফাইনাল ম্যাচ কোথায় হবে, তা এখনও জানানো হয়নি। তা থেকে ক্রিকেট প্রেমীদের একটা অংশের ধারণা, মোতেরা ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনের অপেক্ষায় রয়েছে বিসিসিআই ও আইপিএল কমিটি। সেক্ষেত্র টুর্নামেন্টের ফাইনাল বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামে হবে বলেই মনে করা হচ্ছে।

বিশ্বকাপের ফাইনাল

বিশ্বকাপের ফাইনাল

আইপিএলের ফাইনাল আয়োজনের দায়িত্ব মোতেরা পাক বা না-ই পাক, ২০২৩-র ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনাল যে এই মাঠেই হচ্ছে, তা প্রায় নিশ্চিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শহরে এখন থেকেই ওই মেগা ইভেন্টের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে বলেও সূত্রের খবর।

English summary
Donald Trump will inaugurate world's biggest cricket stadium
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X