For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫৮ বলে ১২২ করে সহবাগের সতর্কবাণী, 'আমার সঙ্গে লাগতে এসোনা'!

Google Oneindia Bengali News

৫৮ বলে ১২২ করে সহবাগের সতর্কবাণী, 'আমার সঙ্গে লাগতে এসোনা'!
মুম্বই, ৩১ মে : পর পর কয়েকটা ম্যাচে নিরাশাজনক ব্যাটিংয়ের পর শুক্রবার প্রয়োজনীয় সময়ে জ্বলে উঠেছিলেন বীরেন্দ্র সহেবাগ। সেঞ্চুরি হাঁকিয়ে রীতিমতো হুঙ্কার দিয়ে বলে উঠলেন, 'পাঙ্গা না লো'। যার অর্থ 'আমার সঙ্গে লাগতে এসো না'।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Thank u very much for ur wishes n support guys. Hope u enjoyed last nite . Love u all.. panga na loo.</p>— Virender Sehwag (@virendersehwag) <a href="https://twitter.com/virendersehwag/statuses/472591992640118784">May 31, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এদিন সহবাগের দুরন্ত ৫৮ বলে ১২২ রানের হাত ধরে ফাইনালে পৌছে গিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। কলকাতা এই পাঞ্জাবকে হারিয়ে আগেই ফাইনালের নিজের জায়গা বানিয়ে নিয়েছিল। অতএব রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলে খেতাব জিততে মুখোমুখি দাঁড়াবেন শাহরুখ ও প্রীতি জিনতা।

শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাব ২০ রানে ২২৬ রান করে। তার জবাবে ব্যাট করতে নেমে শেষ ২৪ রান আর করে উঠতে পারেনি চেন্নাই সুপারকিংস। নিজের অনবদ্য আইপিএল ইনিংসের জন্য ভক্তদের ধন্যবাদ জানান সহবাগ। এর পরে শনিবার সকালে নিজের ভক্তদের উদ্দেশে টুইট করে বলেন, শুভেচ্ছা ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ, আশা করি আপনার গতকাল রাতে খেলা উপভোগ করেছেন।

পাঞ্জাবের কোয়ালিফায়ার ম্যাচের আগে বীরেন্দ্র সহবাগ সেভাবে নিজের ব্যাটিং দক্ষতা দেখাতে পারেননি। আর তার জন্য বেশ কিছু মহল থেকে সমালোচনাও শুনতে হয়েছিল সহবাগকে। কিন্তু তাঁর ব্যাটিং প্রতিভা নিয়ে যে এখনও প্রশ্নের কোনও অবকাশ নেই তা এদিন দুর্ধর্ষ শতক করেই স্পষ্ট করে দেন সহবাগ।

ফাইনালেও এই পারফরম্যান্স ধরে রাখতে পারেন কি না সহবাগ এখন তাই দেখার।

English summary
'Don't mess with me,' says Sehwag after 58-ball 122
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X