For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবারের দক্ষিণ আফ্রিকা 'সাধারণ মানের', আক্রমণ ক্ষুব্ধ অধিনায়ক ডু প্লেসিরই

ইংল্যান্ড বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে রেগে কাঁই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি নিজেরই দলের খেলোয়াড়দের তুলোধনা করলেন।

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ড বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে রেগে কাঁই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি নিজেরই দলের খেলোয়াড়দের তুলোধোনা করলেন।

দক্ষিণ আফ্রিকার এবারের বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে কম বিতর্ক হয়নি। শোনা যায়, দল নির্বাচনের ২৪ ঘণ্টা আগেও অবসর ভেঙে ইংল্যান্ড বিশ্বকাপ খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন সেদেশের প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। কিন্তু তাঁর কথার গুরুত্ব দেওয়া হয়নি বলেই অভিযোগ। এও শোনা যায়, প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি নিজেই নাকি ডিভিলিয়ার্সের দলে ফেরার বিরুদ্ধে মত দিয়েছিলেন।

এবারের দক্ষিণ আফ্রিকা সাধারণ মানের, আক্রমণ ক্ষুব্ধ অধিনায়ক ডু প্লেসিরই

সেই দলই যখন ইংল্যান্ড বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হেরে টুর্নামেন্টের বাইরে ছিটকে গেছে, রাগে সতীর্থদের 'সাধারণ মানের' বলতে দ্বিধা করেননি প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি। শুধু তাই নয়, নেতা হয়েও ইংল্যান্ড বিশ্বকাপে এমন হতশ্রী পারফরম্যান্সের দায় ক্রিকেটারদেরই নিতে বলেছেন ফাফ।

ডু প্লেসি সাফ জানিয়েছেন, আফগানিস্তান ছাড়া অন্য কোনও দলের বিরুদ্ধেই মাথা তুলে দাঁড়াতে পারেননি তাঁর দলের খেলোয়াড়েরা। কোথাও না কোথাও প্রোটিয়া খেলোয়াড়েরা টুর্নামেন্টে আত্মবিশ্বাসের অভাবে ভুগেছেন বলেও মনে করেন অধিনায়ক। ব্যাটিং-বোলিং সব বিভাগেই ব্যর্থ হওয়ার কারণ হিসেবে খেলোয়াড়দের কনফিডেন্সের অভাবকেই কারণ হিসেবে তুলে ধরেছেন ফাফ।

অধিনায়কের কথায়, যাঁরা এই প্রোটিয়া দলের সমালোচনা করছেন, তাঁরা সঠিক করছেন। কারণ তাঁদের সেই অধিকার আছে। দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে মাঠে নামা যে কতটা গর্বের, তা তাঁর দলের খেলোয়াড়েরা অনুভব করেননি বলেই মনে করেন অধিনায়ক ফাফ।

উল্লেখ্য, রবিবার লর্ডসে পাকিস্তানের কাছে হেরে এই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচে অধিনায়ক ফাফ ডু প্লেসির ৬৩ রানের লড়াকু ইনিংস প্রোটিয়াদের জয়ের মুখ দেখাতে পারেনি। তাতেই যেন আপসোস যাচ্ছে না ডু প্লেসির।

English summary
Du plessis blasts on his own team, terms Protius as 'Mediocre' after World Cup exit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X