For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লর্ডসে দীর্ঘ ১৭ বছর পর ফের ভেস্তে গেল টেস্টের প্রথম দিনের খেলা

ভেস্তে গেল লর্ডস টেস্টে প্রথম দিনের খেলা।

Google Oneindia Bengali News

লর্ডসে দ্বিতীয় টেস্টে নামার আগেই ধাক্কা খেল ভারত এবং ইংল্যান্ড। বৃষ্টির কারণে বাতিল হয়ে গেল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা।

লর্ডসে দীর্ঘ ১৭ বছর পর ফের ভেস্তে গেল টেস্টের প্রথম দিনের খেলা

দীর্ঘ ১৭ বছর পর ফের এই ঘটনার সাক্ষী থাকল লর্ডস। ২০০১ সালের মে মাসে বাতিল হয়ে গিয়েছিল লর্ডসে প্রথম দিনের খেলা। সেই টেস্ট ছিল পাকিস্তানের বিরুদ্ধে। আর তার ১৭ বছর পর ফের এক বার ভেস্তে গেল লর্ডস টেস্টে প্রথম দিনের খেলা। এবার প্রতিপক্ষ ভারত।

এদিন টস শুরুর বেশ কিছুক্ষণ আগে থেকেই চলতে থাকে বৃষ্টি। প্রথমে মুশলধারে সেই বৃষ্টি শুরু হলেও পরবর্তী সময়ে তার গতি কমে। মাঝে মাঠে গিয়ে পিচ পরীক্ষাও করে আসেন আম্পায়াররা। যখন ধীরে ধীরে বৃষ্টির ভ্রুকুটি সরতে শুরু করেছে বলে মনে হল, ঠিক তখনই ফের এবার হুড়মুড়িয়ে শুরু হল বৃষ্টি।

এর পরও বিকেলে পিচ পরিদর্শন করে আম্পায়াররা। কিন্তু বৃষ্টির না থামায় এবং আউট ফিল্ড ভিজে থাকায় শুরুই হল না প্রথম দিনের খেলা। এমনকী টসও হয়নি।

তবে, আবহাওয়ার যা খবর তাতে আগামী তিন দিন, লর্ডস টেস্টের দ্বিতীয় দিন, তৃতীয় দিন এবং চতুর্থ দিন বৃষ্টির সম্ভবনা সেই রকম নেই।

তবে, পঞ্চম দিনে ফের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। তবে, আপনি যদি টেস্ট ক্রিকেটের ভক্ত হন, তা হলে হতাশ হবেন না। ম্যাচটা ভাল মতো শেষ হওয়ার জন্য যথেষ্ট সময়ে এখনও হাতে রয়েছে।

English summary
No play at all on the opening day of the Lord's Test. So much build-up, so much anticipation but no play in first day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X