For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনির জন্মদিনে বিশেষ উপহার, মুক্তি পেল ব্র্যাভোর 'নাম্বার সেভেন' গান

ধোনির জন্মদিনে বিশেষ উপহার, মুক্তি পেল ব্র্যাভোর 'নাম্বার সেভেন' গান

  • |
Google Oneindia Bengali News

ধোনির জন্মদিনের বিশেষ উপহার ডোয়েন ব্র্যাভোর। আগেই কথা দিয়েছিলেন, চেন্নাই সুপার কিংসে তাঁর অধিনায়ক ধোনিকে নিয়ে তৈরি গান মাহির জন্মদিনে প্রকাশ করবেন। কথা মতো আজ ধোনির ৩৯ তম জন্মদিনে 'নাম্বার সেভেন' গানের উদ্বোধন করলেন ক্যারিবিয়ান ক্রিকেটার ব্র্যাভো। সোশ্যাল মিডিয়ায় ব্র্যাভো 'নাম্বার সেভেন' প্রকাশ পেতেই ইতিমধ্যে মাহির জন্মদিনে বিশেষ এই গান ভাইরাল। টুইট করে গান শোয়ার করেছে চেন্নাই সুপার কিংস।

ব্র্যাভো কী জানিয়েছেন

ব্র্যাভো কী জানিয়েছেন

গান প্রকাশ করে ব্র্যাভো ধোনির সমস্ত ফ্যানেদের কাছে আবেদন করেছেন, হেলিকপ্টার নাচের ভিডিও করে তাঁকে পাঠাতে। তার জন্য নির্দিষ্ট ট্যাগ করার শব্দও বলে দিয়েছেন ডিজে ব্র্যাভো। গানটি তিনি নিজেই লিখেছেন এবং সুর দিয়েছেন। টিজারেই গানটি ভাইরাল হয়েছিল, এবার মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় গানটি ঝড় তুলেছে।

গানের কথায় কী রয়েছে

গানের কথায় কী রয়েছে

গানের শব্দচয়নের ক্ষেত্রে ব্র্যাভো বিশেষ জোড় দিয়েছেন। ভারতীয়দের কাছে দুবার বিশ্বকাপ ও একবার চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়ার অধিনায়ককে নিয়ে অন্য আবেগ কাজ করে। তাই শুরুতে 'মাহি-থালা' শব্দ দিয়ে গান শুরু। এরপর 'এম এস ধোনি, নাম্বার সেভেন' শব্দ ও সুরের মেলবন্ধনে গান এগোবে। সাত শব্দের সঙ্গে মিলিয়েই গানের গতি এগোবে।

ধোনির প্রথম সেঞ্চুরির উল্লেখ

ধোনির প্রথম সেঞ্চুরির উল্লেখ

সৌরভের অধিনায়কত্বে তিন নম্বরে ব্যাট করতে এসে পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন ধোনি। ২০০৫ সালে ভাইজ্যাকে পাকিস্তানের বিরুদ্ধে তিন নম্বরে নেমে ধোনি ১৪৮ রান হাঁকান। গানের পংঙিতে সেই উল্লেখ রয়েছে।

গানে অধিনায়ক ধোনির বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের উল্লেখ

গানে ২০০৭ সালে ধোনির বিশ্বকাপ জয়ের উল্লেখ রয়েছে। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ধোনির ভারত প্রথমবার টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জিতেছিলেন। এরপরই ব্র্যাভো টাইমলাইনে ২০১১ সালের চলে এসেছেন। ভারতের মাটিতে মুম্বইয়ে বিশ্বকাপ জয়, ২০১৩ সালে ধোনির চ্যাম্পিয়ন্স ট্রফি জয়েরও উল্লেখ রয়েছে। বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে ধোনি দেশকে তিন ভিন্ন ট্রফি দিয়েছেন, গানের কথা সেকথাও শোনালেন ব্র্যাভো।

ভিডিও ছবি সৌজন্য ব্র্যাভোর সোশ্যাল মিডিয়া পোস্ট

৩৯-এ পা ধোনির, জন্মদিনে মাহিকে তরুণ তুর্কি বলে প্রশংসা! বিরাট থেকে বীরুর শুভেচ্ছা পোস্ট দেখে নিন ৩৯-এ পা ধোনির, জন্মদিনে মাহিকে তরুণ তুর্কি বলে প্রশংসা! বিরাট থেকে বীরুর শুভেচ্ছা পোস্ট দেখে নিন

English summary
Dwayne Bravo releases ‘Number 7’ song, tribute MS Dhoni on his 39th birthday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X