For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্টোকস-হেলস নির্বাসিত ইংল্যান্ড ক্রিকেট টিম থেকে! কেন এই দৃষ্টান্তমূলক শাস্তি ইসিবি-র

রবিবার ব্রিস্টলের একটি নৈশ ক্লাবে মারামারি করে গ্রেফতার হয়ে সমালোচনার মুখে পড়েন ইংল্যান্ডের দুই ক্রিকেটার। এবার ইসিবি তাদের অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল।

  • |
Google Oneindia Bengali News

ব্রিস্টলের নাইটক্লাবে মারামারি করে ইংল্যান্ডের জাতীয় দল থেকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত হলেন ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার বেন স্টোকস। একইসঙ্গে ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলসও নির্বাচিত হয়েছেন অনির্দিষ্টকালের জন্য। এর আগে দুই ক্রিকেটারকেই দু-ম্যাচ সাসপেন্ড করা হয় ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে দুটি একদিনের ম্যাচ থেকে। এবার দৃষ্টান্তমূলক শাস্তির খাঁড়া নেমে আসায় দুই ক্রিকেটারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল।

গত রবিবার ব্রিস্টলের একটি নৈশ ক্লাবে মারামারি করে একদিন শ্রীঘরে কাটান স্টোকস। এরপরই খারাপ আচরণের জন্য সমালোচনার মুখে পড়েন গত আইপিএলের সবথেকে দামী ক্রিকেটারটি। এর আগেও একাধিকবার এই আচরণ করে সতর্কিত হয়েছিলেন তিনি। এবার তাঁর আচরণ সবকিছু সীমা ছাড়িয়ে যায়। তাই ইসিবি-র কাছে কঠোর হওয়া ছাড়া অন্য কোনও পথ খোলা ছিল না।

 স্টোকস-হেলস নির্বাসিত

শুধু ঝামেলায় জড়িয়ে পড়াই নয়, এক ব্যক্তিকে বেধড়ক মারধরও করেন ইংল্যান্ডের ওই অলরাউন্ডার। সেইসময় তাঁর সঙ্গে ছিলেন ওপেনার অ্যালেক্স হেলস। এক প্রত্যক্ষদর্শী জানান, ওই ব্যক্তিকে এক মিনিটে ১৫টি ঘুসি মারেন স্টোকস। হেলস তাঁকে থামাতে চাইলেও ব্যর্থ হন। এই অপরাধে দুই ক্রিকেটার গ্রেফতার হন এবং রাতভর জেলে কাটানোর পর জামিনে মুক্ত হন তাঁরা।

স্টোকস প্রথমে মারামারির কথা অস্বীকার করলেও, এই ঘটনার ভিডিও ফুটেজ তদন্তকারীদের কাছে অন্য বার্তা দেয়। ইসিবির তরফে অ্যান্ড্রু স্ট্রসের নেতৃত্বাধীন কমিটি স্টোকস ও হেলসকে দোষী সাব্যস্ত করে। এবং শেষমেশ দু-জনকেই অনির্দিষ্টকালের জন্য নির্বাচনের শাস্তি প্রদানের সুপারিশ করে। ইসিবি সেই সুপারিশকে মান্যতা দিয়ে দুই ক্রিকেটারকে নির্বাচনের রায় দিয়েছে।

এর ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের পর অ্যাসেজ থেকেও বেন স্টোকস ছিটকে গেলেন। ইসিবির এই সিদ্ধান্তে স্টোকস ও হেলসের ক্রিকেট জীবন অনিশ্চিত হয়ে পড়ল। ইসিবি জানিয়েছে, এর আগেও একবার এ ধরনের ঘটনা ঘটান বেন স্টোকস। ২০১২ সালে এক ঘটনায় গ্রেফতার হওয়ার পর তাঁকে সতর্ক করে দেওয়া হয়েছিল। ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপ থেকে এমনই এক কারণে তিনি ছিটকে গিয়েছিলেন। এবার তাই দৃষ্টান্তমূলক শাস্তি দিল ইসিবি।

English summary
ECB ban two cricketer Ben Stokes and Alex hales from England cricket team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X