For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের প্রথম দিন-রাতের টেস্ট, এলিট ক্লাবে ইডেন গার্ডেন্স, বিস্তারিত জেনে নিন

দেশের প্রথম দিন-রাতের টেস্ট, এলিট ক্লাবে ইডেন গার্ডেন্স, বিস্তারিত জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

কাল অর্থাৎ শুক্রবার দেশের প্রথম দিন-রাতের টেস্ট শুরু হতে চলেছে ইডেন গার্ডেন্সে। গোলাপি বলে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। ম্যাচ ঘিরে আগ্রহ ও উন্মাদনা তুঙ্গে। এই ম্যাচের মাধ্যমেই দেশের ক্রিকেট স্টেডিয়ামগুলির এলিট ক্লাবেও ঢুকে পড়ল কলকাতার এই ঐতিহ্যবাহী মাঠ।

ভারত-বাংলাদেশ

ভারত-বাংলাদেশ

কাল অর্থাৎ শুক্রবার ইডেন গার্ডেন্সে দেশের প্রথম দিন-রাতের টেস্টে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। ১৯৮৭-র বিশ্বকাপ ফাইনাল, ১৯৯৬-র বিশ্বকাপ সেমিফাইনাল ও ২০১৬-র টি-টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতিবহনকারী এই স্টেডিয়ামে গোলাপি বলের টেস্টের জন্য প্রথম চার দিনের টিকিট শেষ হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে।

দেশের প্রথম

দেশের প্রথম

দেশের প্রথম দিন-রাতের টেস্ট আয়োজন করার সুযোগ পেয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স। এবার মুম্বইয়ের জিমখানা গ্রাউন্ড, ব্রাবোর্ন স্টেডিয়াম, আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম ও দিল্লির জহরলাল নেহরু স্টেডিয়ামের সঙ্গে উচ্চারিত হবে ইডেন গার্ডেন্সের নাম।

জিমখানা গ্রাউন্ড ও সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম

জিমখানা গ্রাউন্ড ও সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম

মুম্বইয়ের জিমখানা গ্রাউন্ডে এ দেশে প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্য়াচ অনুষ্ঠিত হয়েছিল। সালটা ১৯৩৩। অন্যদিকে ১৯৭৪ সালে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে দেশে প্রথম আন্তর্জাতিক একদিনের ম্য়াচ খেলেছিল ভারত।

মুম্বইয়ের ব্রাবোর্ন ও দিল্লির জহরলাল নেহরু স্টেডিয়াম

মুম্বইয়ের ব্রাবোর্ন ও দিল্লির জহরলাল নেহরু স্টেডিয়াম

১৯৮৪ সালে দিল্লির জহরলাল নেহরু স্টেডিয়ামে দেশে প্রথম দিন-রাতের ওয়ান ডে ম্য়াচ খেলেছিল ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে ২০০৭ সালে মুম্বইয়ের ব্রাবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে দেশে প্রথম টি-টোয়েন্টি খেলেছিল টিম ইন্ডিয়া। এবার সেই প্রথমদের তালিকায় যুক্ত হল কলকাতার ইডেন গার্ডেন্সের নাম।

English summary
Eden Gardens joins elite list in India in terms of cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X