For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিশির সমস্যা মোকাবিলায় ইডেনে দিন-রাতের টেস্টের জন্য কী উদ্যোগ নেওয়া হল?

শিশির সমস্যা মোকাবিলায় ইডেনে দিন-রাতের টেস্টের জন্য কী উদ্যোগ নেওয়া হল?

  • |
Google Oneindia Bengali News

শিশির সমস্যার কথা মাথায় ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্টে আয়োজনের জন্য গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে চলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি তথা বিসিসিআই। একই সঙ্গে দেশে প্রথমবার আয়োজিত হতে চলা গোলাপি বলের আন্তর্জাতিক টেস্ট ম্যাচকে ঘিরে কলকাতায় উন্মাদনা বাড়ছে বলেই জানানো হয়েছে।

শিশির সমস্যা

শিশির সমস্যা

ইডেন গার্ডেন্সে যে কোনও দিন-রাতের ম্যাচে শিশির অনেকটাই প্রাধান্য বিস্তার করে। দিন-রাতের টেস্ট নিয়ে বলতে গিয়ে এই সমস্যার কথা জানান মাস্টার ব্লাস্টার নিজেও। ২২ নভেম্বর ইডেন গার্ডেন্সে শুরু হতে চলা দেশের প্রথম গোলাপি বলের টেস্ট ম্য়াচেও শিশির সমস্যা তৈরি করতে পারে বলে বকলমে মেনে নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবিও।

তাড়াতাড়ি শুরু ও শেষ

তাড়াতাড়ি শুরু ও শেষ

শিশির সমস্যার সঙ্গে মোকাবিলার জন্য মোক্ষম দাওয়াই বতলেছেন ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। তাঁর মতে, প্রতিদিনই ম্যাচ তাড়াতাড়ি শেষ করা গেলে শিশির সমস্যা ততটা প্রভাব বিস্তার করতে পারবে না। সে অনুযায়ী সিএবি-র ভাবনা, প্রতিদিন দুপুর একটায় শুরু হোক খেলা, শেষ হোক আটটায়।

রাজি বিসিসিআই

রাজি বিসিসিআই

বিষয়টি প্রস্তাব আকারে বিসিসিআই-র কাছে পেশ করে সিএবি। সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড সেই প্রস্তাবে সাড়া দিয়েছে বলে জানা গিয়েছে। অর্থাৎ ইডেন গার্ডেন্সে প্রতিদিন দুপুর একটায় শুরু হবে খেলা, শেষ হবে আটটায়।

সময় বিভাজন

সময় বিভাজন

নতুন নির্ধারিত সময় অনুযায়ী দিন-রাতের টেস্টের ক্ষেত্রে দিনের প্রথম মরশুম শেষ হবে দুপুর তিনটেয়। ৩.৪০-এ শুরু হবে খেলা। ৫.৪০-এ খেলায় চা-বিরতি ডাকা হবে। বিরতির পর ৬টা থেকে ৮টা পর্যন্ত চলবে দিনের শেষ পর্বের খেলা।

টিকিটের চাহিদা তুঙ্গে

টিকিটের চাহিদা তুঙ্গে

সিএবি সূত্রে জানা গিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে দিন-রাতের টেস্টের জন্য ইতিমধ্যেই পঞ্চাশ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ম্যাচের প্রতিদিনই টিকিটের চাহিদা বাড়ছে বলেই জানানো হয়েছে।

English summary
Eden test to end by 8pm to counter dew
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X