For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর্চারকে রেখেই অ্যাশেজের দল ঘোষণা করল ইংল্যান্ড

আর্চারকে রেখেই অ্যাশেজের দল ঘোষণা করল ইংল্যান্ড

  • |
Google Oneindia Bengali News

প্রথম অ্যাশেজ টেস্টের জন্য ইংল্যান্ড দলে ঢুকলেন জোফ্রা আর্চার। জো রুটের অধিনায়কত্বে মোট ১৪ জনের দল ঘোষণা করল ইংল্যান্ড। দলের সহ-অধিনায়ক বাছা হয়েছে বেন স্টোকসকে।

এজবাস্টনে ১ অগাস্ট থেকে শুরু হচ্ছে ৭১তম অ্যাশেজ সিরিজ। সে উপলক্ষ্যে শুক্রবারই ১৭ জনের দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। পিছিয়ে নেই ইংল্যান্ডও। এজবাস্টনে অনুষ্ঠিত হতে চলা প্রথম অ্যাশেজ টেস্টের জন্য ১৪ জনের দল ঘোষণা করল তারা।

আর্চারকে রেখেই অ্যাশেজের দল ঘোষণা করল ইংল্যান্ড

এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয়ে সাদা পোশাকে মাঠে না নামা জোফ্রা আর্চার এজবাস্টন টেস্টে সুযোগ পেলেও পেতে পারেন বলে মনে করা হচ্ছে। সফল হলে ওয়ান ডে-র মতোই টেস্টেও তাঁর জায়গা পাকা হয়ে যেতে পারে।

গত ১৪ জুলাই লর্ডসে নিউজিল্য়ান্ডকে হারিয়ে বিশ্বকাপ জেতার দশ দিন পর ওই মাঠেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে চার দিনের টেস্ট খেলতে নামে ইংল্যান্ড। কিন্তু প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েন ইংরেজরা। মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় তাঁদের ইনিংস। যদিও পরে দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরে আসা শুধু নয় টেস্টও জেতে জো রুটের দল।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে হওয়া ভুলত্রুটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হলে বড়সড় বিপর্যয় হতে পারে বলে ইংল্যান্ডকে সতর্ক করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ইংল্য়ান্ডের অ্যাশেজ দল :

জো রুট (অধিনায়ক), বেন স্টোকস (সহ অধিনায়ক), মইন আলি, জেমস অ্যান্ডারসন, জোফ্রা আর্চার, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জোস বাটলার (উইকেটরক্ষক), সাম কুরান, জো ডেনলি, জেসন রয়, ওলি স্টোন, ক্রিস ওকস।

English summary
England announces its Ashes squad, Jofra Archer included
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X