For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের থ্রিলার ফাইনালের পর আবার দেখা, তবু জিতল সেই ইংল্যান্ড

বিশ্বকাপের থ্রিলার ফাইনালের পর আবার দেখা, তবু জিতল সেই ইংল্যান্ড

  • |
Google Oneindia Bengali News

মাস তিনেক আগের বিশ্বকাপ ফাইনালে সুপার ওভারের রোমাঞ্চ এখনও ক্রিকেট প্রেমীদের মন দখল করে। বিতর্কিত সেই ম্যাচে জয়ী হয়েছিল ইংল্যান্ড। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুখ অনুভব করেছিলেন ইয়ন মর্গ্যানরা। অন্যদিকে ভালো খেলেও কার্যত এক চুলের জন্য এবারও কিউই-দের কাছে বিশ্বকাপ অধরাই থেকে যায়।

বিশ্বকাপের থ্রিলার ফাইনালের পর আবার দেখা, তবু জিতল সেই ইংল্যান্ড

সেই বিতর্কিত ম্যাচের পর আবার দেখা দুই দলের। মাস তিনেক পর ফের মুখোমুখি হল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। কিন্তু সেই ম্যাচেও জয় অধরা থেকে গেল কিউই-দের কাছে। ঘরের মাঠেও ইংল্যান্ডের বিরুদ্ধে মধুর বদলা নিতে ব্যর্থ হলেন ব্ল্যাক ক্যাপরা। দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সাত উইকেটে জিতলেন ইয়ন মর্গ্যানরা।

হাগেলে ওভালে টসে জিতে নিউজল্যান্ডকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে কিউই-রা। ৩৫ বলে ৪৪ রান করেন অভিজ্ঞ রস টেলর। ২৬ বলে ৩২, ২০ বলে ২১ ও ১৭ বলে ৩০ রান করে নিউজিল্যান্ডের ইনিংস সম্মানজনক জায়গায় পৌঁছে দেন যথাক্রমে টিম সেইফার্ট, কলিন মুনরো ও ডারেল মিচেল। ইংল্যান্ডের হয়ে ২ উইকেট নেন ক্রিস জর্ডন। একটি করে উইকেট নেন সাম কুরান, আদিল রশিদ ও পাট ব্রাউন।

জবাবে ব্যাট করতে নামা ইংল্যান্ড ওপেনার জনি বেয়ারস্টো ও ডোইড মালান শুরুটা ভালোই করেন। ২৮ বলে ৩৫ করেন প্রথম জন। দ্বিতীয় জন ১১ রান করে আউট হয়ে যান। তাঁদের পর ইংল্যান্ডের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেন জেমস ভিনস ও অধিনায়ক ইয়ন মর্গ্যান। ৩৮ বলে ৫৯ রান করেন জেমস ভিনস। ২১ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন মর্গ্যান। ৯ বল বাকি থাকতেই মাত্র ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেন ব্রিটিশরা। কিউই-দের হয়ে ৩ উইকেট নেন মিচেল সান্টনার।

English summary
England beat New Zealand in first meeting after thriller final of World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X