For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি২০-র যুগ কি শেষের পথে! এবার আসছে '১০০ বলের ক্রিকেট' টুর্নামেন্ট

টি২০ ক্রিকেটকে টেক্কা দিতে এবার ১০০ বলের ক্রিকেট ফর্ম্যাট আনতে চাইছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেটের উদ্ভাবক দেশ ইংল্যান্ড নতুন চমক আনতে চলেছে ক্রিকেটে। টি২০ ক্রিকেটকে টেক্কা দিতে এবার ১০০ বলের ক্রিকেট ফর্ম্যাট আনতে চাইছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

টি২০-র যুগ কি শেষের পথে! এবার আসছে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট

আটটি দলে শহর ধরে টুর্নামেন্ট হবে। এই টুর্নামেন্ট হলে ৬ বলের ১৫টি ওভার হবে। এবং দশ বলের একটি ওভার হবে। সবমিলিয়ে ১০০ বলের ইনিংস হবে। যা টি২০ ক্রিকেটের চেয়ে ২০ বল কমের ইনিংস।

উদ্ভাবকরা মনে করছেন, নতুন কোনও ফর্ম্যাট এলে তার প্রতি আগ্রহ থাকেই। ফলে তার জন্য ব্রডকাস্টারও নিশ্চয়ই পাওয়া যাবে। বৃহস্পতিবার এই ভাবনা প্রস্তাব আকারে ইংল্যান্ড বোর্ড প্রথম শ্রেণির কাউন্টি ক্রিকেট সংস্থাগুলি কাছে ও এমসিসি-র কাছে পেশ করেছে।

ইসিবি চিফ এক্সিকিউটিভ অফিসার টম হ্যারিসন জানিয়েছেন, এই ভাবনা নতুন ও বেশ আকর্ষণীয়। যুব সমাজের কাছে ও নতুন ভক্তদের কাছে এর ফলে খেলার আকর্ষণ বেড়ে যাবে।

জানা গিয়েছে, ২০২০ সালে এই টুর্নামেন্ট শুরু করতে চলেছে ইসিবি। সাউদাম্পটন, বর্মিংহ্যাম, লিডস, লন্ডন, ম্যাঞ্চেস্টার, কার্ডিফ ও নটিংহ্যামে পাঁচ সপ্তাহের এই টুর্নামেন্ট হবে। এছাড়াও ম্যাচের জন্য এজবাস্টন, হেডিংলে, ওল্ড ট্র্যাফোর্ড, ট্রেন্ট ব্রিজের স্টেডিয়াম বাছা হয়েছে।

বিবিসি ও স্কাই স্পোর্টস এই খেলার লাইভ কভারেজ দেখাবে। পুরুষ ও মহিলা দুইয়েরই আলাদা টুর্নামেন্ট হবে বলে জানা গিয়েছে।

২০০৩ সালে টি২০ ম্যাচ প্রথম শুরু হয়েছিল। ছয় বলের ক্রিকেট শুরু হয়েছিল ১৯৭৯-৮০ সালে। তার আগে এক ওভারে ৪, ৫, ৬ ও ৮ বল করে করা হতো। এবার দেখার ১০০ বলের ফর্ম্য়াট কতটা জনপ্রিয় হয়।

English summary
The England and Wales Cricket Board wants to introduce an innovative '100 balls' format into its new eight-team, city-based tournament
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X