For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংবাদপত্রকে একহাত নেওয়ায় এবার ইংলিশ ক্রিকেটমহলকে পাশে পেলেন স্টোকস

ঘরের মাঠে 'বিশ্বকাপের নায়ক' থেকে অ্যাসেজে সিরিজে ইংল্যান্ডের 'লাস্ট ম্যান স্ট্যান্ডিং'! ব্যাটে-বলে চোখ ধাঁধানো পারফর্ম্যান্সে বেন স্টোকস এখন ইংল্যান্ডের জাতীয় নায়ক।

  • |
Google Oneindia Bengali News

ঘরের মাঠে 'বিশ্বকাপের নায়ক' থেকে অ্যাসেজে সিরিজে ইংল্যান্ডের 'লাস্ট ম্যান স্ট্যান্ডিং'! ব্যাটে-বলে চোখ ধাঁধানো পারফর্ম্যান্সে বেন স্টোকস এখন ইংল্যান্ডের জাতীয় নায়ক। আর সেই স্টোকসের পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্য করার মিডিয়ার প্রতিবাদে মুখ খুললেন স্টোকস। বিশ্বকাপার স্টোকসের পাশে ব্রিটিশ ক্রিকেট দুনিয়া

স্টোকসের পরিবারকে টেনে আনল এক দৈনিক

স্টোকসের পরিবারকে টেনে আনল এক দৈনিক

স্টোকসের ব্যক্তিগত জীবনের তথ্য জানাতে গিয়ে তাঁর পরিবারকে টেনে এনে ব্রিটিশ এক দৈনিক একটি রিপোর্ট তৈরি করেছে। সেখানে স্টোকসের জন্মের আগে তাঁর দুই সৎ ভাই কেন খুন হয়েছিল, সেই প্রসঙ্গ তুলে ধরা হয়েছে।

খবরের রিপোর্টে কী উল্লেখ রয়েছে

খবরের রিপোর্টে কী উল্লেখ রয়েছে

ব্রিটিশ ঐ দৈনিকে স্টোকসের মায়ের আগের পক্ষের দুই সন্তানের মৃত্যু নিয়ে আলেচনা করা হয়েছে। রিপোর্টে বলা হয় স্টোকসের মা ডেবের সঙ্গে আগে রিচার্ড ডান নামে এক ব্যক্তির সম্পর্ক ছিল। ট্রেসি ও অ্যান্ড্রু তাঁদেরই সন্তান। পরবর্তী সময়ে রিচার্ডের সঙ্গে সম্পর্ক শেষ করে ডেব, বেন স্টোকসের বাবা নিউজিল্যান্ডবাসী রাগবি কোচ জেরার্ড স্টোকসকে বিয়ে করেন। ডেবের নতুন বিয়ের কথা জানার পর তাঁর আগের পক্ষের বর দুই সন্তানকে গুলি করে হত্যা করে নিজে আত্মহত্যা করেন।

প্রতিবাদে কী বলেছেন স্টোকস

ব্রিটিশ দৈনিকের এই লেখার প্রতিবাদ করে স্টোকস সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,কোনও কারণ ছাড়া কারুর পরিবারের অতীত খুঁড়ে ট্র্যাজিডি বের করে চর্চা করা অর্থহীন। সংবাদপত্রের কোনও দায়বদ্ধতা নেই, স্পর্শকাতর বিষয় নিয়ে সংবাদপত্র ব্যবসা করছে।এমন ব্যবসাকে অন্তত সাংবাদিকতা বলে না!

এই প্রতিবাদে ব্রিটিশ ক্রিকেটমহল স্টোকসের পাশে

এই ঘটনায় স্টোকেসের পাশে দাঁড়িয়েছে ব্রিটিশ ক্রিকেটমহল। প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা, ব্রিটিশ ক্রিকেট বোর্ডের সিইও টম হ্যারিনসন ঐ দৈনিকের তীব্র নিন্দা করেছেন। ব্রিটিশ ফুটবলার মার্কাস ব়্যাশফোর্ড স্টোকসের পাশে দাঁড়িয়ে বলেছেন, 'স্টোকস জাতীয় নায়ক। তাঁর পরিবারের অনেক বেশি সম্মান পাওয়া উচিত।'

English summary
England cricketer Ben Stokes's family's tragic past, ecb chief back him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X