For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অ্যালিস্টার কুকের, দিলেন এক অসামান্য বার্তা

'দেয়ার ইজ নাথিং লেফট ইন দ্য ট্যাঙ্ক', যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় 'ট্যাঙ্কিতে আর কিছু-ই পড়ে নেই'।

Google Oneindia Bengali News

'দেয়ার ইজ নাথিং লেফট ইন দ্য ট্যাঙ্ক', যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় 'ট্যাঙ্কিতে আর কিছু-ই পড়ে নেই'। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার সময় এমনই বার্তা দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুক। সোমবার তিনি এক বিবৃতির মাধ্যমে অবসরের ঘোষণা করেছেন। ৩৩ বছরের অ্যালিস্টার কুক তাঁর জীবনের ১৬১ তম টেস্টটি খেলে অবসর নেবেন। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের অন্তিম টেস্টটি হবে কুকের আন্তর্জাতির ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচ।

অবসর নিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক

শুক্রবার থেকে ওভালে এই টেস্ট ম্যাচ খেলা হবে। ইতিমধ্যেই টেস্ট সিরিজ ৩-১ পকেটে পুরে নিয়েছে ইংল্যান্ড। ভারতের কাছে পষ্ণম টেস্ট মর্যাদার লড়াই হলেও ইংল্যান্ডের কাছে নিয়ম রক্ষার। তবে এখন এই টেস্টটি গুরুত্বপূর্ণ হয়ে গেল কুকের জন্য। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের অন্তিম লগ্নকে স্মরণীয় করে রাখতে কুক এই টেস্টে কেমন পারফর্ম করেন সেদিকে নজর থাকবে সকলের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এসেক্সের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলবেন কুক।

এখন পর্যন্ত ১৬০টি টেস্টে ৩২টি সেঞ্চুরি সহ ১২,২৫৪ রান করেছেন ইংল্য়ান্ডের এই প্রাক্তন অধিনায়ক। চার বছর ধরে ইংল্যান্ড ক্রিকেট দলের দায়িত্বভার সামলানোর পর ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে অধিনায়কত্বের পদ থেকে ইস্তফা দেন।
সাউদাম্পটন টেস্ট শেষ হওয়ার পরই এক বিবৃতি জারি করেন অ্যালিস্টার কুক। তাতে তিনি বলেন, 'অনেক চিন্তা-ভাবনার পর এবং গত কয়েক মাস ধরে চলা একটা টানা-পোড়েনে আমি ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেছি। '

English summary
Alister Cook announces his retirement from all kind of international cricket through a statement. He is the ex captain of England cricket team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X