For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যক্তিগত জীবন তোলপাড়, মৃত্যু শোক লুকিয়ে রেখেই বিশ্বকাপে বাজিমাত করেছেন জোফরা

কেরিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে নেমে ইংল্যান্ডকে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন। এমন উজ্জ্বল বিশ্বকাপ অভিষেকের মাঝেও ব্যক্তিগত জীবন তোলপাড়, মৃত্যু শোক লুকিয়ে রেখেই বিশ্বকাপ ফাইনালে বাজিমাত করেছেন জোফরা

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ডের ওয়ান্ডার কিড! হ্যাঁ, এখন এই নামেই ডাকা হচ্ছে তাঁকে। কেরিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে নেমে ইংল্যান্ডকে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন। সেটাও বিশ্বকাপের সুপার ওভারে বল হাতে নিউজিল্যান্ডকে ১৫ রানে আটকে রেখে! এমন উজ্জ্বল বিশ্বকাপ অভিষেকের মাঝেও ব্যক্তিগত জীবন তোলপাড়, মৃত্যু শোক লুকিয়ে রেখেই বিশ্বকাপে বাজিমাত করেছেন ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার।

বিশ্বকাপ চলছে, তাই ভাইয়ের মৃত্যুর কথা গোপন রেখেছিলেন আর্চার

বিশ্বকাপ চলছে, তাই ভাইয়ের মৃত্যুর কথা গোপন রেখেছিলেন আর্চার

বিশ্বকাপ শেষ হতে বিষয়টা প্রকাশ্যে আনেন জোফরার বাবা ফ্রাঙ্ক। ৩০ মে বিশ্বকাপের অভিযান ম্যাচ খেলেছিল ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচেই বিশ্বকাপ অভিষেক আর্চারের। ম্যাচের পরদিন ৩১ মে সন্ধ্যেয় বার্বেডোজে সেন্ট ফিলিপেতে নিজের বাড়ির সামনে আততায়ীর গুলিতে জোফরার তুতো ভাই আশানসিয়ো ব্ল্যাকম্যানের মৃত্যু হয়।

ক্রিকেটে ফেকাস ধরে রাখতেই অন্যদের কাছে মৃত্যুশোক লুকিয়ে রাখেন আর্চার

ক্রিকেটে ফেকাস ধরে রাখতেই অন্যদের কাছে মৃত্যুশোক লুকিয়ে রাখেন আর্চার

জোফরার বাবা জানিয়েছেন, তুতো ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে জোফরা ভেঙে পড়েনি। বরং ক্রিকেটে আরও বেশি করে মন বসিয়েছে। তাঁর ধারণা ছিল বিষয়টা বেশি জানাজানি হলে সবাই এই নিয়ে আলোচনা করলে খেলা থেকে ফোকাস নড়ে যেতে পারত। সেকারণেই কাউকে কিছু বলবেন না বলে সিদ্ধান্ত নেন আর্চার।

বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি

বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি

২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ২০টি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করেছেন আর্চার। সদ্য সমাপ্ত ক্রিকেট বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তিন নম্বরে রয়েছেন বছর ২৪ এর তরুণ

English summary
England's pacer Jofra Archer was grieving over Cousin's Death During CWC2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X