For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্টোকসের চওড়া ব্যাটে বিশ্বকাপের প্রথম ম্যাচে ৩১১ তুলল ইংল্যান্ড

ভারতের প্রাক্তন ফাস্ট বোলার মদনলালের পর দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ বিশ্বকাপের প্রথম ওভারের দ্বিতীয় বলে ওপেনার জনি বেয়ারস্টোকে আউট করে শক্তিশালী ইংল্যান্ডকে তাদেরই মাটিতে জোর ধাক্কা দেন দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার।

যদিও তার ফায়দা ম্যাচে পুরোপুরি তুলতে পারলেন না প্রোটিয়াসরা। দলগত প্রচেষ্টায় ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ড তুলল ৩১১ রান। হোম টিমের হয়ে সর্বোচ্চ ৭৯ বলে ৮৯ রান করেন অল-রাউন্ডার বেন স্টোকস। অর্থাৎ জিততে গেলে দক্ষিণ আফ্রিকাকে ৩১২ রান তুলতে হবে। শক্তিতে ইংল্যান্ডেরই সমতুল দক্ষিণ আফ্রিকার রান চেজ উত্তেজক হবে বলেই আশা করছেন ক্রিকেট প্রেমীরা।

স্টোকসের চওড়া ব্যাটে বিশ্বকাপের প্রথম ম্যাচে ৩১১ তুলল ইংল্যান্ড

লন্ডনের ওভালে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ইনিংসের প্রথম বলে ওপেনার জনি বেয়ারস্টোর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ইংল্য়ান্ড। সেই সময় আরো এক ওপেনার জেসন রয় এবং ওয়ান ডাউন জো রুট ঠান্ডা মাথায় ইংরেজদের ইনিংসের ভিত তৈরির কাজ শুরু করেন। পারস্পরিক বোঝাপড়ায় প্রতি ওভারেই ছয়ের ওপর রান রেট বজায় রাখেন ওই দুই ব্যাটসম্যান। ১৮ ওভার পর্যন্ত ক্রিজে টিকে থাকেন রুট ও রয়। দু-জনেই অর্ধশতরান করেন। ব্যক্তিগত ৫৪ এবং দলের ১০৭ রানের মাথায় আনদিলের বলে আউট হন জেসন রয়। ১১১-র মাথায় কাগিসো রাবাদার বলে আউট হন জো রুট (৫১)।

এরপর অধিনায়ক ইয়ন মর্গ্যানের সঙ্গে জুটি বাঁধেন ইংল্যান্ডের অল-রাউন্ডার বেন স্টোকস। ৫৭ রান করে ইমরান তাহিরের বলে আউট হন মর্গ্যান। উইকেটরক্ষক জস বাটলার (১৮) এবং মইন আলিও (৩) বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হননি। ১৩ রান করে রাবাদার বলে আউট হন ক্রিস ওকসও। কিন্তু বেন স্টোকস ৪৯ ওভার পর্যন্ত টিকে ইংল্যান্ডের স্কোর ৩০০-তে টেনে নিয়ে যান। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিডি। ২টি করে উইকেট নিয়েছেন ইমরান তাহির ও কাগিসো রাবাদা।

English summary
England set total 312 for South Africa in World cup first match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X