For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ড বনাম ভারত - শেষ ইনিংসে কুকের সেঞ্চুরি, রানের পাহাড় গড়ছে ইংল্যান্ড

চতুর্থ দিনের প্রথম সেশনে ইংরেজদের একটিও উইকেট ফেলতে পারল না ভারত। স্কোর এখন ইংল্যান্ড ২৪৩/২। ক্রিজে অপরাজিত আছেন অ্যালিস্টার কুক (১০৩) ও জো রুট (৯২)। 

  • |
Google Oneindia Bengali News

পঞ্চম টেস্টের চতুর্থ দিনে ম্যাচে জাঁকিয়ে বসল ইংল্যান্ড। প্রথম সেশনে একটিও ইংরেজ উইকেট ফেলতে পারলেন না ভারতীয় বোলাররা। জীবনের শেষ ইনিংসে সেঞ্চুরি করলেন কুক। আপাতত ১০৩ রানে অপরাজিত আছেন তিনি। তাঁর সঙ্গে ক্রিজে আছেন ইংরেজ অধিনায়ক জো রুট (৯২)। মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ২৪৩/২। সব মিলিয়ে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২৮৩ রানে এগিয়ে আছে।

শেষ ইনিংসে কুকের সেঞ্চুরি, রানের পাহাড় গড়ছে ইংল্যান্ড

ঠিক যেখানে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছিলেন, সেখান থেকেই চতুর্থ দিনটি শুরু করেন রবিবারের দুই অপরাজিত ব্যাটসম্যান কুক ও রুট। সারা সকাল ভারতীয় বোলারদের সাসন করলেন এই জুটি। কুক ইতিমধ্য়েই জীবনের শেষ ইনিংসে সেঞ্চুরির মাইল স্টোনে পৌঁছে গিয়েছেন। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন অধিনায়ক রুট। তাঁর শতরানও বেশি দূরে নেই।

সারা সকাল জুড়ে মাথা কুটেও এই দুই ইংরেজ ব্যাটসম্যানের জমাট ব্যাটিংয়ে হুল ফোটাতে পারেননি ভারতীয় বোলাররা। একবারই মাত্র জাদেজার বল রুটের ব্যাটের কানায় লেগে স্লিপে দাঁড়ানো আজিঙ্কা রাহানের কাচে গিয়েছিল। রাহানে বলটি তালুবন্দী করতে পারেনওনি। বলটির গতি অত্যন্ত বেশি থাকায় সেটি ধরা কঠিন ছিল। কিন্তু যখন উইকেটের তীব্র খরা চলছে তখন বলটি তাঁর ধরা উচিত ছিল বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

English summary
In the first season of the fourth day, India couldn't find any আnglish wicket. The score is now 243/2 for England. Alister Cook (103) and Joe Root (92) has remained unbeaten. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X