For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাদেজা ও হনুমা বিহারীর অনবদ্য লড়াই, মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত পিছিয়ে ৯২ রানে

তৃতীয় দিনের প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ভারত তুলল ৬৬ রান। অভিষেক হওয়া হনুমা বিহারী অর্ধশতরান করেছেন। ভারতের স্কোর এখন ২৪০/৭। অপরাজিত আছেন রবীন্দ্র জাদেজা (৪১) ও ইশান্ত শর্মা (১)।

  • |
Google Oneindia Bengali News

ভারত দিনটা শুরু করেছিল ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান দিয়ে। সেইদিক থেকে বলতে গেলে পঞ্চম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা ভারতের জন্য ভালই গেল বলতে হবে। জীবনের প্রথম আন্তর্জাতিক ইনিংসেই অর্ধশতরান করলেন হনুমা বিহারী। ভারতের স্কোর এখন ২৪০/৭।

মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত পিছিয়ে ৯২ রানে

তবে অর্ধশতরানের পর বেশিক্ষণ টিকতে পারেননি হনুমা। মঈন আলির বলে বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ১২৪ বল খেলে ৫৬ রান করে ফিরে যান। তবে তাঁর আউট নিয়ে সংশয় তৈরি হয়েছিল। টিভি রিপ্লেতেও তা দূর হয়নি। আম্পায়ার চাইলে আউট নাও দিতে পারতেন বলে মত দেন ধারাভাষ্যকাররা।

তার আগে এদিনের সকালে প্রাধান্য ছিল হনুমা বিহারী ও রবীন্দ্র জাদেজারই। ইংরেজ বোলারদের যাবতীয় গোলাগুলি ঠেকিয়ে দিয়েছেন এই দুই ভারতীয় ক্রিকেটার। দেখে একবারও মনে হয়নি দুজনেই এই সিরিজের প্রথম ম্যাচ খেলছেন। ধীরে হলেও গতকাল খেলা শেষের সময় ভারতের যে গেল গেল দশা ছিল তা অনেকটাই কাটিয়ে উঠেছে ভারত। ১টিই উইকেট খুইয়ে ৬৬ রান যোগ করেছে।

এখনও প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে ৯২ রানে পিছিয়ে আছে ভারত। হাতে রয়েছে মাত্র ৩টি উইকেট। ক্রিজে ৪১ রানে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা। তবে ইতিমধ্যেই তাঁকে এক-দুবার ক্র্যাম্পের কারণে ভুগতে হয়েছে। তাই তিনি কতক্ষণ ইনিংস টানতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে।

ক্রিজে জাদেজার সঙ্গী হিসেবে ১ রান করে অপরাজিত আছেন ইশান্ত শর্মা। ভারত আশা করছে টেল এন্ডারদের নিয়ে জাদেজা বাকি থাকা ৯২ রানে ঘাটতির অনেকটাই মিটিয়ে দিতে পারবেন। তবে আর এক ওভার পরেই ইংল্যান্ডের হাতে নতুন বল নেওয়ার সুযোগ রয়েছে। তখন আবার ভারতের ব্যাটিং লেজের উপর চড়াও হবে ইংরেজ পেস ব্যাটারি।

English summary
In the first season of the third day, India scored 66 runs for the loss of 1 wicket. India is still trailing by 92 runs. Debutant Hanuma Bihari made his first half-century. India's score is now 240/7. Ravindra Jadeja (41) and Ishant Sharma (1) have remained unbeaten. 
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X