For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সম্মানের ছাইদানি পকেটে পুড়ল অস্ট্রেলিয়া, সেলিব্রেশনেও জুড়ল বিতর্ক

সম্মানের ছাইদানি ৪-০ জিতে পকেটে পুড়ে নিল অস্ট্রেলিয়া। পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে এক ইনিংস ও ১২৩ রানে হারিয়ে দিল তারা। অ্যাশেজ জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত স্টিভ স্মিথ এন্ড কোং। 
 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

সম্মানের ছাইদানি ৪-০ জিতে পকেটে পুড়ে নিল অস্ট্রেলিয়া। পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে এক ইনিংস ও ১২৩ রানে হারিয়ে দিল তারা। অ্যাশেজ জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত স্টিভ স্মিথ এন্ড কোং।

ইন্দিরা গান্ধী

ইন্দিরা গান্ধী

১৯৮৪ সালে নিরাপত্তরক্ষীরাই গুলি করে মারে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে।

সমর্থকরা খচে লাল

অস্ট্রেলিয়ার দুরন্ত জয়। আগে থেকেই পরিণাম জানা ছিল। তাই সেলিব্রেশনের ব্যবস্থাও ছিল জোরতার। কিন্তু তাতেই বেজায় চটেছেন ইংলিশ ফ্যানরা। তাঁদের মতে এইভাবে সেলিব্রেশনের ব্যবস্থা করে ইংল্যান্ডকে অসম্মান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

রাজীব গান্ধী

রাজীব গান্ধী

১৯৯১ সালে মানববোমার সাহায্যে মারা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে।

একনজরে ফলাফল

একনজরে ফলাফল

পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ১২৩ রানে হারিয়ে ৪-০ ফলে অ্যাশেজ জেতে অস্ট্রেলিয়া। ম্যাচের শেষদিন দ্বিতীয় ইনিংসে ১৮০ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। প্যাট কামিন্স প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও চার উইকেট নিলেন। তিনিই ম্যাচের সেরা। এই সিরিজে তাঁর উইকেট সংখ্যা ২৩। তিনিই এবারের অ্যাশেজে সবচেয়ে বেশি উইকেট নিলেন।

মাধবরাও সিন্ধিয়া

মাধবরাও সিন্ধিয়া

২০০১ সালে কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাধবরাও সিন্ধিয়া বিমান দুর্ঘটনায় মারা যান।

খুশি অধিনায়ক স্মিথ

খুশি অধিনায়ক স্মিথ

অ্যাশেজে এই দুরন্ত জয়ে দারুণ খুশি স্টিভ স্মিথ। তাঁর মতে গোটা দল একসঙ্গে পারফর্ম করার জন্য একের পর এক পারফরম্যান্স দিয়েছে। পাশাপাশি গত দু মাস ধারাবাহিকভাবে ভালো ফল করেছে দল তারই ফলাফল এই স্কোরলাইন এমনটাই বলেছেন স্মিথ।

প্রমোদ মহাজন

প্রমোদ মহাজন

২০০৬ সালে বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রমোদ মহাজনকে গুলি করে মারা হয়।

সম্মানের ছাইদানিতে বাজিমাত অস্ট্রেলিয়ার

সম্মানের ছাইদানিতে বাজিমাত অস্ট্রেলিয়ার

ভারত বনাম পাকিস্তান লড়াইতে যে উত্তেজনা থাকে, ঠিক সেই একই উত্তেজনা থাকে অ্যাশেজেও। তাই সিরিজ খোয়ানোর দুঃখে জেরবার ইংল্যান্ড। আর শুধু সিরিজ খোয়ানোয়ই তো নয় , কার্যত ইংল্যান্ডকে সব বিভাগে পর্যদুস্ত করে দিয়েছে অস্ট্রেলিয়া। তাই ইংল্যান্ডের দুঃখ দ্বিগুণ আর অস্ট্রেলিয়ার আনন্দও দ্বিগুণ।

পড়েছি। আমরা কোনও সুযোগই কাজে লাগাতে পারিনি। অস্ট্রেলিয়া এই সিরিজে দারুণ খেলেছে।'

রাজেশ পাইলট

রাজেশ পাইলট

২০০০ সালে কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেশ পাইলট রাজস্থানে পথ দুর্ঘটনায় মারা যান।

সঞ্জয় গান্ধী

সঞ্জয় গান্ধী

১৯৮০ সালের২৩ জুন কংগ্রেস সাংসদ তথা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কনিষ্ঠ পুত্র সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনায় মারা যান।

English summary
English fans slams Australia'a Ashes win celebration pattern
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X