For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভকে ছাড়াই ভারতের সর্বকালের সেরা ওয়ান ডে দল বাছা নিয়ে বিতর্ক, অধিনায়ক ধোনি

সৌরভকে ছাড়াই ভারতের সর্বকালের সেরা ওয়ান ডে দল বাছা নিয়ে বিতর্ক, অধিনায়ক ধোনি

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের অন্যতম সেরা বাঁ-হাতি ব্যাটসম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছাড়াই ভারতের সর্বকালের সেরা ওয়ান ডে দল বেছে ফেলল ইএসপিএন ক্রিকইনফো। তা দেখার পরেই তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন দাদা-প্রেমীরা। এই দলে সৌরভের উপস্থিতি একান্তই কাম্য ছিল মত নেটিজেনদের একাংশেরও।

বাদ সৌরভ!

বাদ সৌরভ!

ভারতের হয়ে ৩১১টি ওয়ান ডে ম্যাচ খেলে ১১৩৬৩ রান করা সৌরভ গঙ্গোপাধ্যায় যে দেশের ব্যাটিং আইকন, তা এক কথায় মেনে নেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ভারতীয়দের মধ্যে ওয়ান ডে রানের নিরিখে তৃতীয় স্থানে অবস্থান করা মহারাজ এই ফর্ম্যাটে ২২টি শতরান করেছেন। এরপরেও তাঁকে দেশের সর্বকালের সেরা ওয়ান ডে দল থেকে বাদ দেওয়াকে ঘিরে বিতর্ক তো হবেই। দলে নেই হরভজন সিংয়ের মতো দেশের কিংবদন্তি স্পিনারও।

ওপেনার সচিন-শেহওয়াগ

ওপেনার সচিন-শেহওয়াগ

ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর যে এই দলের ওপেনার নির্বাচিত হবেনই, তা তো স্বাভাবিক। দেশের হয়ে ৪৬৩টি ওয়ান ডে ম্যাচ খেলে ১৮৪২৩ রান করার পাশাপাশি ৪৯টি শতরানের মালিক মাস্টার ব্লাস্টার। দেশের হয়ে ২৫১টি ওয়ান ডে ম্যাচ খেলে ৮২৭৩ রান করা বীরেন্দ্র শেহওয়াগকে দলের দ্বিতীয় ওপেনার নির্বাচন করা হয়েছে। রান এবং অ্যাভারেজে পিছিয়ে থাকা সত্ত্বেও কেবল স্ট্রাইক রেটেই নাকি এই স্লটে শেহওয়াগ দাদা সৌরভকে টেক্কা দিয়েছেন বলে দাবি ইএসপিএন ক্রিকইনফোর।

অধিনায়ক ও মিডিল অর্ডার

অধিনায়ক ও মিডিল অর্ডার

ভারতকে ২০০৭-এর টি-টোয়েন্টি, ২০১১-এর ৫০ ওভারের বিশ্বকাপ ও ২০১৩-এর চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া মহেন্দ্র সিং ধোনিকে খুব স্বাভাবিকভাবেই এই দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছে। উইকেটরক্ষক মাহিকে ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে রাখা হয়েছে। তিন এবং চার নম্বরে নামবেন যথাক্রমে টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক বিরাট কোহলি এবং সহ-অধিনায়ক রোহিত শর্মা। ২০০৭-এর টি-টোয়েন্টি, ২০১১-এর ৫০ ওভারের বিশ্বকাপের নায়ক যুবরাজ সিং-কে অল-রাউন্ডার হিসেবে দলে রাখা হয়েছে। দেশের কিংবদন্তি অল-রাউন্ডার তথা ১৯৮৩-এর বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেবকে ব্যাটিং অর্ডারের সাত নম্বরে রাখা হয়েছে।

বোলিং বিভাগ

বোলিং বিভাগ

বিশেষজ্ঞ স্পিনার হিসেবে কেবল কিংবদন্তি অনিল কুম্বলেকেই দলে রেখেছে ইএসপিএন ক্রিকইনফো। গ্রেট জাহির খানের সঙ্গে দলে জায়গা পেয়েছেন জাভাগাল শ্রীনাথ ও জসপ্রীত বুমরাহ।

কোয়েস ইস্টবেঙ্গলের ঘড়ি রহস্য নিয়ে চাঞ্চল্যকর দাবি কার্লোস নোদারেরকোয়েস ইস্টবেঙ্গলের ঘড়ি রহস্য নিয়ে চাঞ্চল্যকর দাবি কার্লোস নোদারের

English summary
ESPN Cricinfo picked India's greatest ODI eleven without Sourav, captain Dhoni
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X