For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ বিশ্বকাপের মধ্যে ১ বছর! ফুটবলের স্বাদ ক্রিকেটে মেটাল ইংল্যান্ড

১১ জুলাই। ইংল্যান্ডের কাছে সোনা দিয়ে বাঁধিয়ে রাখার মতো দিন। ২৭ বছরের অভিশাপ কাটিয়ে সেদিনই বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে পৌঁছে ইতিহাস রচনা করলেন ইংরেজরা। একবারও না জেতা বিশ্বকাপ ঘরের মাঠে তথা ঐতাহাসিক লর্

  • |
Google Oneindia Bengali News

১১ জুলাই। ইংল্যান্ডের কাছে সোনা দিয়ে বাঁধিয়ে রাখার মতো দিন। ২৭ বছরের অভিশাপ কাটিয়ে সেদিনই বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে পৌঁছে ইতিহাস রচনা করলেন ইংরেজরা। একবারও না জেতা বিশ্বকাপ ঘরের মাঠে তথা ঐতাহাসিক লর্ডসে তুলতে পারলে তো আর কথাই নেই। আপাতত সেই স্বপ্নেই বিভোর রয়েছেন ইংরেজরা।

কিন্তু অনেকেরই হয়তো মনে নেই যে এক বছর আগের ১১ জুলাই-তেই ইংরেজদের উপর নেমে এসেছিল অভিশাপ। রাশিয়ায় ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে গিয়েছিল হ্যারি কেনের ইংল্যান্ড। তবে কী ফুটবলের স্বাদ ক্রিকেটে মেটাতে চাইছেন ইংরেজরা! বিশ্বের ক্রীড়া মহলে কিন্তু এমনই আলোচনাই ঘুরছে। তাহলে ফিরে দেখা যাক সেই ইতিহাস।

-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
১১ জুলাই ২০১৮

১১ জুলাই ২০১৮

রাশিয়া বিশ্বকাপের হট ফেভারিট ইংল্যান্ড সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিল। প্রথম অর্ধের পাঁচ মিনিটের মাথায় কিরান ট্রিপ্পিয়ারের গোলে এগিয়ে যায় হ্য়ারি কেনের দল। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ খেলায় সমতা ফেরান। নির্ধারিত সময়ে ফল অমীমাংসিত থাকায় এক্সট্রা টাইম পর্যন্ত খেলা গড়ায়। ম্যাচের ১০৯ মিনিটে গোল করে ইংল্যান্ডের সব স্বপ্ন চুরমার করে দেন ক্রোয়েশিয়ার মারিও মানজুকিচ।

১১ জুলাই ২০১৯

১১ জুলাই ২০১৯

২৭ বছরের শূণ্যতা পূরণের লক্ষ্যে এজবাস্টনে চির শত্রু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামে ইংল্যান্ড। ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে অজিদের ৮ উইকেটে হারিয়ে মধুর প্রতিশোধও নেয় ইয়ন মর্গ্য়ানের দল।

প্রেক্ষাপট ও মিল

প্রেক্ষাপট ও মিল

২০১৮-র ফুটবল এবং ২০১৯-র ক্রিকেট, দুই বিশ্বকাপেই ফেভারিট ধরা হয়েছিল ইংল্যান্ডকে। হ্যারি কেনের নেতৃত্বাধীন ইংলিশ ফুটবল দল ওই টুর্নামেন্ট জুড়ে যে পারফরম্য়ান্স দিয়েছিল, তাতে মনে হয়নি যে তারা সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে যাবে।

অন্যদিকে, গত চার বছর ধরে ধারাবাহিক ভাবে ভালো খেলে চলা ইংল্যান্ড ক্রিকেট দলও কিন্তু ঘরের মাঠের বিশ্বকাপে সেমিফাইনালের ফাঁড়া পেরিয়েছে। ফাইনালে যেন কোনও ভুল না হয়, সেদিকেই প্রার্থনাই করে চলেছেন ইংল্যান্ডবাসী।

English summary
Exactly one year after heartbreak in football World Cup, England wrote story in Cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X