For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট না বুমরাহ, মাঠে কার বিরুদ্ধে খেলতে চাইলেন এলিস পেরি

বিরাট না বুমরাহ, মাঠে কার বিরুদ্ধে খেলতে চাইলেন এলিস পেরি

  • |
Google Oneindia Bengali News

২০২০ সালে অস্ট্রেলিয়ার হয়ে মেয়েদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জিতেছেন। বছরটা দারুণ ছন্দে শুরু করেছেন অজি অলরাউন্ডার এলিস পেরি। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বুশফায়ারের ক্ষতিতে অর্থ সংগ্রহে চ্যারিটি ম্যাচে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের বিরুদ্ধে বোলিং করেছেন। এবার সামনে যদি বিরাট কোহলি আর জসপ্রীত বুমরাহের মধ্যে কোনও একজনের বিরুদ্ধে খেলার সুযোগ আসে? কাকে বেছে নেবেন? উত্তরে এলিস পেরি যা বললেন জেনে নেওয়া যাক।

এলিসের প্রশ্ন

এলিসের প্রশ্ন

একটি স্পোর্টস চ্যানেলের হয়ে ক্রিকেটীয় আড্ডায় সঞ্চালক ঋদ্ধিমা পাঠক এলিসের কাছে প্রশ্নটি রেখেছিলেন। জশপ্রীত বুমরাহর বিরুদ্ধে ব্যাটিং নাকি ভারত অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে বেলিং করা?প্রশ্ন ছিল বাইশ গজে এলিসের কাছে কোনটা বেশি উপভোগ্য হবে

উত্তরে যা বলেন অজি অলরাউন্ডার

উত্তরে যা বলেন অজি অলরাউন্ডার

কঠিন প্রশ্ন শুনে কিছুটা সময় চুপ থাকার পর অজি অলরাউন্ডার উত্তর দেন। উত্তরে বুমরাহের বিরুদ্ধে বোলিংয়ের পরিবর্তে বিরাটকে বল করার চ্যালেঞ্জটা নিতে চান বলে এলিস পেরি জানিয়েছেন।

সচিন স্বপ্নপূরণ করেছেন, বিরাট কি করবেন?

সচিন স্বপ্নপূরণ করেছেন, বিরাট কি করবেন?

ক্রিকেট মহলে অজি অলরাউন্ডার এলিস পেরি বেশ জনপ্রিয় নাম। এর আগে কিংবদন্তি সচিনের বিরুদ্ধে বল করার ইচ্ছপ্রকাশ করেছিলেন। সেই মতো বুশফায়ার ম্যাচে এলিসের বিরুদ্ধে সচিন এক ওভার ব্যাটিং করে অজি ক্রিকেটারকে স্বপ্নপূরণের সুযোগ করে দিয়েছিলেন। এবার বিরাট এলিসের ইচ্ছা শুনে তাঁর বিরুদ্ধে ব্যাট ধরেন কিনা, দেখার।

২০২১ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে চান

২০২১ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে চান

২০২০ সালে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসরে চোটের কারণে ফাইনালে ভারত-অজি দ্বৈরথে মাঠে নামতে পারেননি এলিস। তবে ২০২১ সালে মেয়েদের পঞ্চাশ ওভারে বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধেই তিনি মাঠে নামতে চান বলে জানিয়েছেন।

English summary
Facing Jasprit Bumrah or bowling to Virat Kohli? Ellyse Perry makes her pick from two
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X