For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্মিথকে মেসেজ করলেন ডু প্লেসিস, পরিস্থিতির শিকার মত প্রোটিয়া অধিনায়কের

শাস্তিপ্রাপ্ত অজি অধিনায়ক স্টিভ স্মিথকে হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা ফ্যাফ ডু প্লেসিসের।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

২০১৬ সালে তিনি নিজেই বল বিকৃতি বিতর্কের জেরে শাস্তি পেয়েছিলেন আইসিসি-র থেকে। তিনি প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন এই কাণ্ডে অভিযুক্ত হয়েছিলেন তিনি।

স্মিথকে মেসেজ করলেন ডু প্লেসিস, পরিস্থিতির শিকার মত প্রোটিয়া অধিনায়কের

[আরও পড়ুন: বল বিকৃতি বিতর্কে ক্রিকেট অস্ট্রেলিয়ার কড়া পদক্ষেপ, খুশি কপিল দেব ][আরও পড়ুন: বল বিকৃতি বিতর্কে ক্রিকেট অস্ট্রেলিয়ার কড়া পদক্ষেপ, খুশি কপিল দেব ]

তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল মুখের ক্যান্ডির মিষ্টি রস দিয়ে বলে থুতু লাগানোর সময় সেটা দিয়েও বলের শাইনকে প্রভাবিত করছিলেন। এর আগে ট্রাউজারের চেনে বল নিয়ে ঘষার জন্য ২০১৩ সালেও অভিযুক্ত হয়েছিলেন। সেবার ম্যাচ ছিল পাকিস্তানের বিরুদ্ধে। সেবারও ম্যাচ ফি কাটা গিয়েছিল ডু প্লেসিসের।

এই মহূর্তে বল বিকৃতি বিতর্কের পর দক্ষিণ আফ্রিকা- অস্ট্রেলিয়া দুই দলের ফোকাসেই চতুর্থ টেস্ট। তবে প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসিস যিনি নিজে এক সময়ে এই অভিযোগে দুষ্ট হয়েছিলেন তিনি অস্ট্রেলিয়ার নির্বাসিত অধিনায়ক স্টিভ স্মিথের প্রতি সমবেদনার হাত বাড়িয়ে দিয়েছেন।

ডু প্লেসিস জানিয়েছেন, 'আমি ওঁকে টেক্সট মেসেজ করেছি। একদম আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে করেছি। আমি ওঁর জন্যে ভীষণভাবে দুঃখিত। ওঁর কষ্টটা আমি বুঝি।'

প্রোটিয়া অধিনায়ক আরও বলেছেন, 'এটা ওঁর জন্য একটা দারুণ কঠিন সময়। সামনের দিনগুলোও এরকম থাকবে তাই আমি ওঁকে পাশে আছি এই বার্তা দিয়ে মেসেজ করেছি। বলেছি ও এটা কাটিয়ে উঠবে। ওঁকে শক্ত থাকতে হবে। '

এতেই থামেননি সিরিজে ২-১ এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক। তিনি আরও যোগ করে বলেছেন, 'এটা একটা পাগল করা সপ্তাহ, ও যে বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছে তার প্রতি আমার সহনাভূতি রয়েছে। আমার মতে ও ভালো ছেলে কিন্তু একটা খারাপ পরিস্থিতির শিকার হয়েছে।'

English summary
Faf Du Plesis send heart felt message to punished Aussie captain Steve Smith. He belives Smith is a good guy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X