For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের বিরুদ্ধে গোহারা হেরে কী বললেন প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসিস, জেনে নিন

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে ধুয়ে মুছে সাফ হল দক্ষিণ আফ্রিকা। ৩-০ ব্যবধানে সিরিজ হারের পাশাপাশি ভারতের বিরুদ্ধে সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট হারও হজম করতে হয়েছে প্রোটিয়া শিবিরকে।

  • |
Google Oneindia Bengali News

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে ধুয়ে মুছে সাফ হল দক্ষিণ আফ্রিকা। ৩-০ ব্যবধানে সিরিজ হারের পাশাপাশি ভারতের বিরুদ্ধে সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট হারও হজম করতে হয়েছে প্রোটিয়া শিবিরকে। তাতে নিজেদের ব্যর্থতার থেকে টিম ইন্ডিয়ার দুর্দান্ত পারফরম্যান্সকেই বড় করে দেখছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

তথ্য ১

তথ্য ১

১৯৯২ সালের ২৬ জুন কলকাতায় জন্মগ্রহণ করেন ঋতাভরী। প্রাণোচ্ছল এই মেয়েটি ইন্ডাস্ট্রিতেও সবার খুব আদরের।

'শক্ত' ভারত

'শক্ত' ভারত

বিরাট কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া বিশ্বের অন্যতম শক্ত টেস্ট প্রতিপক্ষ হয়ে উঠেছে বলে স্বীকার করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ক্রিকেটের সব বিভাগেই ভারত অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বলেও দাবি ফাফের।

তথ্য ২

তথ্য ২

হরিয়ানা বিদ্যামন্দির স্কুলে পড়াশোনা করেছেন ঋতাভরী।

সবক্ষেত্রেই হার

সবক্ষেত্রেই হার

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচের টেস্টে সিরিজে হোয়াইট ওয়াশ করেছে ভারত। ম্যাচের প্রতিটি প্রান্তেই (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা তাঁদের টেক্কা দিয়েছেন বলে স্বীকার করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

তথ্য ৩

তথ্য ৩

মাত্র ১৫ বছর বয়স থেকে মডেলিং শুরু করেছিলেন ঋতাভরী। ২০০৯ সালে প্রথম অভিনয় শুরু।

ভারতীয় পেসারদের প্রশংসা

ভারতীয় পেসারদের প্রশংসা

ভারতীয় পেসারদের বিক্রম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জুড়েই চোখে পড়েছে। দলের ফাস্ট বোলারদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এবার দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস-ও মহম্মদ শামি ও উমেশ যাদবের বোলিং-র প্রশংসা করেছেন। প্রোটিয়া ব্যাটসম্য়ানরা যে ভারতীয় পেসারদের খেলতে পারেননি, তা স্বীকারও করেছেন অধিনায়ক ফাফ।

তথ্য ৪

তথ্য ৪

২০১১ সালে আইএসসি পরীক্ষায় ৯৩.৫% পেয়েছিলেন তিনি। বাংলা (৯৭ নম্বর) ও ইতিহাসে (৯৫ নম্বর) ভারতের মধ্যে সেরা ফল করেছিলেন ঋতাভরী।

টেস্ট ভেন্যু হিসেবে ভারত

টেস্ট ভেন্যু হিসেবে ভারত

টেস্ট ভেন্যু হিসেবে ভারত বেশ কঠিন জায়গা বলেই মনে করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তাঁর কথায়, এখানকার পিচ স্পিন সহায়ক। আর তাতে লড়াই করা তাঁদের পক্ষে মুশকিল হয়ে দাঁড়ায় বলেও স্বীকার করেছেন ফাফ। তাই এই টেস্ট সিরিজের জন্য তাঁরা আগে থেকে মানসিক প্রস্তুতি নিয়ে এসেছিলেন বলেও জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

তথ্য ৫

তথ্য ৫

২০১৪ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক পাশ করেন।

ভুল থেকে শিক্ষা

ভুল থেকে শিক্ষা

ভারতের বিরুদ্ধে এই হার থেকে তাঁরা শিক্ষা নিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। আগামী দিনে ভারত সফরের ক্ষেত্রে এই অভিজ্ঞতা কাজে আসবে বলেও জানিয়েছেন ফাফ।

তথ্য ৬

তথ্য ৬

টেলিভিশনের তাঁর প্রথম ধারাবাহিক ওগো বধূ সুন্দরী অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। এই ধারাবাহিকে ললিতার ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। এর পর দীর্ঘ বিরতির পর ২০১৪ সালে ফের টেলিভিশনে চোখের তারা তুই ধারাবাহিকে অভিনয় করেছিলেন।

তথ্য ৭

তথ্য ৭

২০১১ সালে বড়পর্দায় অভিষেক হয় ঋতাভরীর। ছবির নাম তোমার সঙ্গে প্রাণের খেলা। অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।

তথ্য ৮

তথ্য ৮

মা জনপ্রিয় থিয়েটার ব্যক্তিত্ব শতরূপা সান্যালের একাধিক ছবিতে অভিনয় করেছেন ঋতাভরী।

তথ্য ৯

তথ্য ৯

ডগ ওনার্স অ্যান্ড লাভার্স অ্যাসোসিয়েশন (DOLA)-র ব্র্যান্ড অ্যাম্বাসাডার ঋতাভরী।

তথ্য ১০

তথ্য ১০

শারীরিক সমস্যার কারণেই মূলত সিরিয়ালে অভিনয় করা থেকে বেরিয়ে আসেন।

তথ্য ১১

তথ্য ১১

ঋতাভরীর বাবা চিত্রনির্মাতা উৎপলেন্দু চক্রবর্তী তিনবার জাতীয় পুরস্কার জিতেছেন। মা শতরূপা সান্যাল পরিচালক হিসাবে একবার জাতীয় পুরস্কার পেয়েছেন।

তথ্য ১২

তথ্য ১২

মডেলিং ও অভিনয় ছাড়া আঁকা, নাচ, লেখালেখি করতে ভালবাসেন ঋতাভরী।

তথ্য ১৩

তথ্য ১৩

জনপ্রিয় পত্রিকা উনিশকুড়িতে ঋতাভরীর একাধিক লেখা ছাপাও হয়েছিল।

তথ্য ১৪

তথ্য ১৪

মুক ও বধিক ছেলেমেয়েদের জন্য একাধিক কাজও করার জন্য পরিচিত ঋতাভরী।

তথ্য ১৫

তথ্য ১৫

চন্দ্রাণী পার্লস, সানরাইজ মশলার মতো জনপ্রিয় ব্র্যান্ডের ব্র্যান্ড ফেস ঋতাভরী।

English summary
Faf du Plessis calls Indian cricket team tough, praises bowlers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X