For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুষ্কা শর্মাকে কটূক্তি, ডিগবাজি খেলেন ফারুখ ইঞ্জিনিয়ার

অনুষ্কা শর্মাকে কটূক্তি, ডিগবাজি খেলেন ফারুখ ইঞ্জিনিয়ার

  • |
Google Oneindia Bengali News

অভিনেত্রী তথা টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মার নাম তুলে দেশের নির্বাচকদের আক্রমণ করে ঝড় তোলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ফারুখ ইঞ্জিনিয়ার। এর প্রতিবাদ করেন বলিউড দিভা। রুখে দাঁড়ান দেশের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদও। তারপরেই এই ইস্যুতে ঢোক গিললেন ভারতীয় লেজেন্ড। বললেন, তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে।

কী বলেন ফারুখ

কী বলেন ফারুখ

এমএসকে প্রসাদ নেতৃত্বাধীন বিসিসিআই নির্বাচন কমিটিকে 'মিকি মাউস কমিটি' বলে কটাক্ষ করেন ভারতের লেজেন্ডারি উইকেটরক্ষক ব্যাটসম্যান ফারুখ ইঞ্জিনিয়ার। একই সঙ্গে যাঁরা ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক, তাঁদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন ঠোটকাটা ফারুখ। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের কথায়, তিনি ইংল্যান্ডে ৫০ ওভারের বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন। সেই সময় এক ব্যক্তিকে তিনি ভারতীয় দলের ব্লেজার গায়ে চাপিয়ে স্টেডিয়ামে ঘুরতে দেখেন। সেই ব্যক্তি যে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক, তা তিনি পরে জানতে পারেন। অথচ তিনি ওই ব্যক্তিকে চেনেনই না বলেও দাবি করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান। ওই বিশ্বকাপেই এক নির্বাচককে, টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মার জন্য হাতে চা বহন করে নিয়ে যেতে দেখেছেন বলেও দাবি করেন ফারুখ ইঞ্জিনিয়ার।

নির্বাচক হওয়ার যোগ্যতা

নির্বাচক হওয়ার যোগ্যতা

ফারুখ ইঞ্জিনিয়ারের মতে, দেশের ক্রিকেট নির্বাচক তাঁদেরই করা উচিত, যাঁদের কম করে ১০ থেকে ১২টি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে। কিন্তু এমএসকে প্রসাদ নেতৃত্বাধীন বিসিসিআই-র বর্তমান নির্বাচক কমিটির কোনও সদস্যেরই সেই অভিজ্ঞতা নেই বলে দাবি করেন ফারুখ।

অনুষ্কার প্রতিবাদ

ভারতের ক্রিকেট লেজেন্ড ফারুক ইঞ্জিনিয়ারের এহেন মন্তব্যের পর চুপ থাকতে পারেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির পত্নী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা। তিনি সোশ্যাল মিডিয়ায় এর প্রতিবাদ জানান। বলিউড কুইন লেখেন, অতীতেও একাধিকবার তাঁকে টার্গেট করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মিথ্যে খবর প্রচার করা হয়েছে। তবু তিনি চুপ ছিলেন বলেই লিখেছেন অনুষ্কা। ভারতীয় ক্রিকেটে আগে তাঁর বয়ফ্রেন্ডের (বর্তমান স্বামীর) খেলার মান পড়লেই তাঁকে টার্গেট করা হয়েছে বলেও লেখেন পিকু গার্ল। এবার দেশের ক্রিকেট নির্বাচকদের সঙ্গে তাঁর নাম অন্যায়ভাবে জুড়ে দেওয়ায় তিনি ফের অপমানিত হয়েছেন বলেও লেখেন অনুষ্কা। তিনি কোনও দিনই বিসিসিআই-র কোনও প্রোটোকল ভাঙেননি বলেও দাবি করেন বলিউড দিভা।

প্রসাদের গর্জন

প্রসাদের গর্জন

ভারতীয় নির্বাচকদের নিয়ে করা ক্রিকেট লেজেন্ড ফারুখ ইঞ্জিনিয়ারের মন্তব্য নিয়ে দেশে শোরগোল পড়ে যায়। বিসিসিআই-র প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেন, ভেবে খারাপ লাগে যে ফারুখ ইঞ্জিনায়ারের মতো প্রাক্তনী এ ধরনের মন্তব্য করে দুঃখ বিলাসিতা অনুভব করেন। ৮২ বছর বয়সে এসব কথা না বলে ফারুখের ভারতীয় ক্রিকেটের উন্নতি নিয়ে গর্ব প্রকাশ করা উচিত বলেই মনে করেন প্রসাদ। অনুষ্কা শর্মার নাম তুলে ফারুখ ইঞ্জিনিয়ার তাঁর সতীর্থের বিরুদ্ধে যে অভিযোগ আনেন, তা ভিত্তিহীন বলেই দাবি দেশের প্রধান নির্বাচকের।

ফারুখের ডিগবাজি

ফারুখের ডিগবাজি

মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা আর ফিরে আসে না ঠিকই, কিন্তু তিনি যা বলেছেন তার অপব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেছেন ভারতীয় লেজেন্ড ফারুখ ইঞ্জিনিয়ার। জানিয়েছেন, কোনও কিছু না ভেবে তিনি এমনিই ওই কথা বলেছিলেন। অনুষ্কা শর্মা দারুণ ও প্রাণোচ্ছল মহিলা। দুর্দান্ত মানুষ। বিরাট কোহলিও দারুণ খেলোয়াড় ও অধিনায়ক। তাঁদের অপমান করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না বলেই দাবি করেছেন ফারুখ ইঞ্জিনিয়ার।

English summary
Farokh Engineer does a U-turn on Anushka Sharma issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X