For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরোজ শাহ কোটলা এখন অরুণ জেটলি স্টেডিয়াম, বিরাট কোহলির নামে স্ট্যান্ড

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটিলির নামে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণ করা হল।

  • |
Google Oneindia Bengali News

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটিলির নামে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণ করা হল। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রাক্তন প্রশাসক অরুণ জেটলিকে এই সম্মান জানাল দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসেসিয়েশন। একই দিনে ভারত অধিনায়ক বিরাট কোহলির নামে ওই স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের উদ্বোধনও করা হয়।

ফিরোজ শাহ কোটলা এখন অরুণ জেটলি স্টেডিয়াম, বিরাট কোহলির নামে স্ট্যান্ড

বৃহস্পতিবার দিল্লিতে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড তারকা অনুষ্কা শর্মা, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু, ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব। অনুষ্ঠানে ক্রুনাল পান্ডিয়া, লোকেশ রাহুল, মনীশ পান্ডের মতো ভারতীয় দলের ক্রিকেটারদের বিশেষ পুরস্কার দেওয়া হয়।

গত ৩০ মে প্রয়াত হন দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। রাজনীতির পাশাপাশি তিনি দীর্ঘদিন দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি পদে নিযুক্ত ছিলেন। ক্রিকেটে অরুণ জেটলির অবদানের কথা স্মরণ করে তাঁর নামেই ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণ করার কথা ঘোষণা করে ডিডিসিএ।

English summary
Feroz Shah Kotla renamed as Arun Jaitley, stand named after Virat Kohli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X