For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মোকাবিলায় 'দ্য ওয়াল' রাহুল দ্রাবিড়ই অনুপ্রেরণা নেটিজেনদের!

করোনা মোকাবিলায় 'দ্য ওয়াল' রাহুল দ্রাবিড়ই অনুপ্রেরণা নেটিজেনদের!

  • |
Google Oneindia Bengali News

ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়, 'দ্য ওয়াল' নামেই বিশ্ব ক্রিকেটে অধিক পরিচিত। সুনিপুণ ক্রিকেটীয় টেকনিক, বল ছাড়ার ধরন, রক্ষণ ও ইস্পাত-কঠিন ধৈর্য্য দিয়ে প্রায় দুই দশক ধরে ভারতীয় ব্যাটিং বিভাগকে দেওয়ালের মতো আগলে রাখা এই লেজেন্ডকেই এবার মারণ করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় অনুপ্রেরণা হিসেবে দেখতে শুরু করেছেন নেটিজেনরা। এ সংক্রান্ত এক পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আধার মাইক্রো এটিএম কী?

আধার মাইক্রো এটিএম কী?

এই মাইক্রো এটিএম ব্যবহার করার জন্য আপনার কাছে আধার কার্ড থাকা আবশ্যক। এবং আধার কার্ডের নম্বর আপনার ব্যাঙ্ক আকাউন্টের সঙ্গে লিঙ্ক হওয়া প্রয়োজন। আপনি আধার কার্ডের সাহায্যে টাকা তুলতে চাইলে নিকটবর্তী আধার মাইক্রো এটিএম-এ সবার আগে আপনাকে যেতে হবে।

করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাব

করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাব

নোবেল করোনা ভাইরাসে প্রভাবিত বিশ্বের ১৬২টি দেশ। মারণ ভাইরাসে বিশ্বব্যাপী ৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। আক্রান্ত হয়েছেন প্রায় দুই লক্ষ মানুষ। করোনার প্রভাব থেকে বাদ যায়নি ভারতও। মারণ ভাইরাসে এদেশে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আক্রান্ত হয়েছেন ১২৫ জন।

কীভাবে টাকা তুলবেন বা টাকা অন্য অ্যাকাউন্টে পাঠাবেন

কীভাবে টাকা তুলবেন বা টাকা অন্য অ্যাকাউন্টে পাঠাবেন

  • সবার প্রথমে আপনার আধার নম্বর আপননার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করুন।
  • আধার এটিএম-এ আপনার আধার কার্ড নম্বর টাইপ করুন।
  • আধার এটিএম-এ লাগানো স্ক্যানারে নিজের বৃদ্ধাঙ্গুলি লাগান।
  • এরপরেই আপনি টাকা বের করতে পারবেন কিংবা টাকা অন্য কোনও অ্যাকাউন্টেও পাঠাতে পারবেন।

লড়াইয়ের অনুপ্রেরণা দ্রাবিড়

করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় রাহুল দ্রাবিড়ই যে অনুপ্রেরণা, তা মনে করেন এক নেটিজেন। কীভাবে করোনার সঙ্গে লড়াই করতে হয়, তা রাহুল দ্রাবিড়ের থেকে শিখতে হয় বলেও লিখেছেন সাগর নামে ওই নেটিজেন।

এর সুবিধা কী?

এর সুবিধা কী?

এই ধরণের আধার মাইক্রো এটিএম-এর ফলে গ্রামীণ এলাকার মানুষের বিশেষ সুবিধা হবে। এখনও পর্যন্ত সরকার ১০৮ কোটিরও বেশি আধার কার্ড ইস্যু করেছে। গ্রামাঞ্চলে যাদের কাছে ডেবিট কার্ড নেই তারা আধার কার্ড থাকলেই টাকা তুলতে পারবে।

খারাপ সময় থাকে না

কোনও এক টেস্টে ভারতীয় ব্যাটিং অর্ডারে ধস নেমেছিল। সেই ম্যাচে কেবল রাহুল দ্রাবিড়ই দেওয়ালের মতো পিচ আঁকড়ে পড়ে টিম ইন্ডিয়ার স্কোর ৩০০ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। নিজেও শতরান করেছিলেন। সেই ম্যাচের পার্টনারশিপ কার্ড টুইটারে পোস্ট করে ওই নেটিজেন লিখেছেন, খারাপ সময় সবসময় থাকে না। শক্ত মানুষই পারে। করোনা ভাইরাসের বিরুদ্ধে এভাবেই শক্ত হাতে মোকাবিলা করতে হবে বলে মনে করেন ওই নেটিজেন।

টাকার লেনদেন এখন আরও সহজ হবে

টাকার লেনদেন এখন আরও সহজ হবে

এই পরিষেবা চালু হলে, আধার কার্ড ডেবিট কার্ডের অনুরুপ কাজ করবে। তবে এই পরিষেবা যাতে বেশি মানুষ পেতে পারে তার জন্য সরকার শুরুতেই বিশাল সংখ্যক এই ধরনের আধার মাইক্রো এটিএম নিয়ে আসার পরিকল্পনা করছে, তবে প্রথমে গ্রামীণ এলাকাগুলিতেই এই পরিষেবা আনা হবে।

সব পরিস্থিতির জন্য তৈরি

২০০৩ বিশ্বকাপ শুরুর আগে রাহুল দ্রাবিড়কে ভারতের ওয়ান ডে দল থেকে বাদ দেবেন বলে মনস্থ করছিলেন নির্বাচকরা। কিন্তু সেই সময়ের ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় নির্বাচকদের বিরুদ্ধে গিয়ে রাহুল দ্রাবিড়কে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপগামী দলে রেখেছিলেন। অধিনায়ককে এর প্রতিদান দিয়েছিলেন দ্রাবিড়। দলের প্রয়োজনে উইকেটরক্ষকের দায়িত্বও সুনিপুণভাবে পালন করেছিলেন এই লেজেন্ড। করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় মানুষকে একই ভাবে সব পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে বলে মনে করেন ওই নেটিজেন।

বিপদের থেকে দূরে থাকা

ক্রিকেট ভালো শট নেওয়া যেমন ব্যাটসম্যানদের দক্ষতা প্রমাণ করে, তেমনই দুর্দান্ত বলকে সম্মান জানিয়ে ছেড়ে দেওয়াও তাঁদের কর্তব্য। তাতে আউট হওয়ার বিপদ কেটে যায়। ব্যাট হাতে ঠিক এই কাজটিই করতেন রাহুল দ্রাবিড়। ভালো বল ছেড়ে দিয়ে লুজ বলের অপেক্ষা করতেন ভারতের প্রাক্তন অধিনায়ক। করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় মানুষকেও রাহুলের পন্থা অবলম্বনের অনুরোধ জানিয়েছন ওই নেটিজেন।

'অন্যকে শিক্ষা দাও'

'অন্যকে শিক্ষা দাও'

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিংকেই নিজের কেরিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। ২০১৮ সালে ভারতকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়নও করেছিলেন। ওই নেটিজেনের কথায় এর অর্থ, কোনও ব্যক্তি যে বিষয়ে দক্ষ, সে বিভাগে তাঁর অন্যকে শিক্ষা দেওয়া উচিত। রাহুল দ্রাবিড় পেরেছেন। করোনা ইস্যুতে বিশ্বের প্রতিটি মানুষকে পারতে হবে বলেও মনে করেন ওই নেটিজেন।

English summary
Fight with coronavirus like 'The wall' Rahul Dravid, post goes viral
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X