For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আফগানদের বিরুদ্ধে কোহলিদের সহজ জয় নাকি লড়বেন রশিদরা, কী হবে ম্যাচের ফল?

আফগানদের বিরুদ্ধে কোহলিদের সহজ জয় নাকি লড়বেন রশিদরা, কী হবে ম্যাচের ফল?

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপ শুরুর আগে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করেছিলেন, ছোট দল হলেও টুর্নামেন্টে জায়ান্ট কিলারের ভূমিকা পালন করতে পারে আফগানিস্তান। অন্তত যে দলে রশিদ খানের মতো মিস্ট্রি স্পিনার ও মহম্মদ নবির মতো অল-রাউন্ডার রয়েছেন, তারা অন্তত আর কিছু না হোক লড়াইটা দেবে।

 আফগানদের বিরুদ্ধে কোহলিদের সহজ জয় নাকি লড়বেন রশিদরা, কী হবে ম্যাচের ফল?

কিন্তু বাস্তবে ঘটছে কিন্তু তার উল্টোটাই। বিশ্বকাপে পাঁচটি ম্যাচের সবকটিতেই হেরেছে আফগানিস্তান। সেটা যদি মেনে নেওয়া গেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁদের স্টার রশিদ খানের ৯ ওভারে ১১০ রান দেওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না আফগান সমর্থকরা। তাঁদের চিন্তা একটাই, ইংরেজদের বিরুদ্ধে যদি এমন হতশ্রী বোলিং প্রদর্শন হয় তবে বিরাট কোহলি, রোহিত শর্মা, এমএস ধোনি সম্বলিত ভারতীয় ব্যাটিং শক্তির বিরুদ্ধে কী করবেন গুলবাদিন নাইবরা। ভারত-আফগানিস্তান ম্যাচ একপেশে হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও।

তবে দুর্বল প্রতিপক্ষ জেনেও আফগানিস্তানকে হালকা ভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া। বিশ্বকাপের অন্য ম্যাচগুলির এই ম্যাচও তাঁদের কাছে সমান গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। রশিদ খান ও মহম্মদ নবিকে নিয়ে ভারতীয় দল আলাদা ভাবে পরিকল্পনা করেছে বলেই সূত্রের খবর। যদিও তার মধ্যে দুঃসংবাদ আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারত পাচ্ছে না। পরিবর্তে এই বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে চলেছেন পেসার মহম্মদ সামি।

 আফগানদের বিরুদ্ধে কোহলিদের সহজ জয় নাকি লড়বেন রশিদরা, কী হবে ম্যাচের ফল?

ভারতের সমস্যা আরও বাড়তে পারত। নেটে ব্যাট করার সময় জসপ্রীত বুমরার বল লেগে অল-রাউন্ডার বিজয় শঙ্কর পায়ের পাতায় চোট পেলে, তাঁর এই ম্যাচ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। শোনা যায়, পরিবর্তে তরুণ ঋষভ পন্থকে খেলানোর তোরজোর শুরু করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিরুদ্ধে খেলছেন বিজয়ই।

অর্থাৎ রোহিত শর্মার সঙ্গে ভারতীয় ইনিংসের সূচনা করবেন কেএল রাহুল। ফার্স্ট ডাউন নামবেন বিরাট কোহলি। চারে নামবেন বিজয় শঙ্কর। পাঁচে নামতে পারেন মহেন্দ্র সিং ধোনি। ছয় ও সাত নম্বর জায়গায় ব্যাট করতে দেখা যাবে যথাক্রমে হার্দিক পাণ্ডিয়া ও কেদার যাদব। অন্যদিকে, জসপ্রীত বুমরা, মহম্মদ সামির পাশাপাশি কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহলের স্পিন জুটি আফগানিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

ওদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে ঘটা বিপর্যয় ভারত ম্যাচে ঘটবে না বলেই সমর্থকদের আশ্বস্ত করেছে আফগানিস্তান। ভারতের বিরুদ্ধে ভালো কিছু করতে সেই রশিদ খান, মহম্মদ নবির উপর আস্থা রাখছে আফগান শিবির।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

ভারত : রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, কেদার যাদব, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, মহম্মদ সামি, জসপ্রীত বুমরা।

আফগানিস্তান : নূর আলি, গুলবাদিন নাইব (অধিনায়ক), রহমত শা, হাশমাতুল্লাহ শাহিদি, আসগর আফগান, মহম্মদ নবি, নাজিবুল্লাহ জার্দান, রশিদ খান, ইকরাম আলি খিল (উইকেটরক্ষক), দৌলত জার্দান।

English summary
Fighter Afghanistan will face Very strong India in World Cup, what will be the result?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X