For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের, পাল্টা ১০০ কোটির মানহানি করার হুমকি

ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের। ঔরঙ্গাবাদ আজহারউদ্দিন ও আর দুইজনের বিরুদ্ধে এফআইআর দায়েক হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের। ঔরঙ্গাবাদে আজহারউদ্দিন ও আর দুইজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দেশের প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে ২০ লাখ টাকা না মোটানোর অভিযোগ এনে এক ট্রাভেল কোম্পানির মালিক এফআইআর দায়ের করেছে।

ভারতের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের

মহম্মদ সাহাব নামে দানিস ট্রাভেল ট্যুর এজেন্সির মালিকের অভিযোগ, মহম্মদ আজহারউদ্দিনের নামে একাধিক ফ্লাইট টিকিট বুক করা হয়। সব মিলিয়ে যার অর্থমূল্য ২০ লাখ ৯৬ হাজার টাকা। গত বছর নভেম্বরে আজাহারউদ্দিনের নাম করে এই সব বিমান টিকিট কাটা হয়েছে বলে অভিযোগ।

সেই নিয়ে আজহারউদ্দিনের ব্যক্তিগত সহকারীকে টাকা মিটিয়ে দেওযার জন্য বাববার আবেদন করা হয় বলে দাবি করা হয়েছে। দীর্ঘদিন ধরে সেই আবেদনে সাড়া না মেলার পরই ঔরঙ্গাবাদে ঐ ট্রাভেল সংস্থার মালিক আজহারউদ্দিনের বিরুদ্ধে থানায় পুলিশি অভিযোগ করেন।

পুরো বিষয়টিতে অবশ্য ভারতের প্রাক্তন অধিনায়ক আকাশ থেকে পড়েছেন বলে জানান। তাঁর কাছে প্লেনের বুকিং নিয়ে এমন কোনও তথ্য ছিল না বলে আজহারউদ্দিন জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ ভিত্তিহীন বলে তিনি দাবি করেন। শুধু তাই নয় পুরো বিষয়ে তাঁর সুনাম হানি হওয়ার কারণে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার ভাবনায় রয়েছেন বলে জানিয়েছেন। টুইটারে আজারউদ্দিন সেই উল্লেখ করেছেন।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">I strongly rubbish the false FIR filed against me in Aurangabad. I’m consulting my legal team, and would be taking actions as necessary <a href="https://t.co/6XrembCP7T">pic.twitter.com/6XrembCP7T</a></p>— Mohammed Azharuddin (@azharflicks) <a href="https://twitter.com/azharflicks/status/1220059182109298689?ref_src=twsrc%5Etfw">January 22, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ভিডিও বার্তায় আজহার বলেছেন, 'পুরোটাই লাইমলাইনে আসার জন্য সাজানো ঘটনা। পুরোটাই ভিত্তিহীন অভিযোগ। অভিযোগকারীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির অভিযোগ করব।'

English summary
FIR Filed Against Former India Captain Mohammad Azharuddin
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X