For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কপিল থেকে গেইল! ভাঙা গড়ার খেলায় এবার আরও নতুন রেকর্ডের অপেক্ষা

এবারও কি দেখা যাবে ১৯৮৩, ১৯৮৭, ১৯৯৭ কিংবা ২০১৫-র চিত্র। কপিল দেব থেকে শুরু করে ক্রিস গেইল। রেকর্ড তৈরি করা আর ভাঙার খেলা। শুধু সেঞ্চুরিই নয়, ডাবল
 সেঞ্চুরি করে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করা।

Google Oneindia Bengali News

এবারও কি দেখা যাবে ১৯৮৩, ১৯৮৭, ১৯৯৭ কিংবা ২০১৫-র চিত্র। কপিল দেব থেকে শুরু করে ক্রিস গেইল। রেকর্ড তৈরি করা আর ভাঙার খেলা। শুধু সেঞ্চুরিই নয়, ডাবল সেঞ্চুরি করে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করা। তবে তা দেখতে গেলে আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। হয়ত এবারও আরও কোনও নতুন রেকর্ড তৈরি হবে।

কপিল থেকে গেইল! ভাঙা গড়ার খেলায় এবার আরও নতুন রেকর্ডের অপেক্ষা

একটা সময় ছিল যখন বিশ্বকাপে কপিল দেব নটআউট ছিলেন ১৭৫ রানে এবং ভিভ রিচার্ডস করেছিলেন ১৮১ রান। এই দুই রান বিশ্বকাপে হলেও, তৎকালীন প্রতিপক্ষ খুব একটা শক্তিশালী ছিল না। কপিল দেব ১৯৮৩ সালে ওই রান করেছিলেন। আর ভিভ রিচার্ডস ১৮১ রান করেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৯৮৭ সালে।

১৯৯৬ সালে গ্যারি কার্সটেন করেছিলেন ১৮৮ রান। প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমীর শাহী। যদিও তা ডাবল সেঞ্চুরিতে পৌঁছতে ব্যর্থ হয়েছিল। তবে এই রেকর্ড ভেঙে যায় ২০১৫ সালে।

ক্রিকেট বিশ্বকাপে প্রথম দ্বিশতরান আসে ক্রিস গেইলের ব্যাট থেকে। প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। ক্যানবেরার মানুকা ওভালে ২০১৫-র ২৪ ফেব্রুয়ারি এই বাঁহাতি মাত্র ১৪৭ বলে করে ফেলেন ২১৫ রান। যার মধ্যে ছিল ১০ টি চার আর ১৬ টি ছয়। পঞ্চাশ ওভারের শেষে রান দাঁড়িয়েছিল ২ উইকেটে ৩৭২। ইনিংসের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছিলেনে তিনি।

জিম্বাবুয়েও শুরু করেছিল ভালই। যেমনটা করেছিল কপিলদেবের বিরুদ্ধে খেলায়। কিন্তু ডাকোয়ার্থ লুইস ফর্মুলায় ৭৩ রানে হেরে যায় তারা।

তবে যাঁরা মনে করছেন, গেইলের রেকর্ড দীর্ঘদিন থেকে যাবে, তারা ভুল ভেবেছিলেন। একমাসের মধ্যেই সেই বিশ্বকাপেই এই রেকর্ড ভেঙে যায়।

২১ মার্চ ওয়েলিংটনে চতুর্থ কোয়ার্টার ফাইনালে অপ্রতিরোধ্য নিউজিল্যান্ড পড়ে ওয়েস্ট ইন্ডিজের সামনে। অধিনায়ক ম্যাককালাম টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ওপেনার মার্টিন গুপ্তিল ১৬৩ বলে ২৩৭ রান করে নটআউট থেকে যান। যার মধ্যে ৪ ছিল ২৪টি আর ছয় ছিল ১১ টি। ঠিক যেভাবে জিম্বামুয়ের সঙ্গে খেলেছিল ক্যারিবিয়ানরা, ঠিক সেইভাবেই ক্যারিবিয়ানদের মোকাবিলা করেছিল কিউইরা। গেইলদের সামনে ৩৯৪ রানের টার্গেট ছিল। কিন্তু ৩৩ বলে ৬১ রান করে গেইল নিজে আউট হয়ে যান। আর তার দল ২৫০ রানে অলআউট হয়ে যায়। ক্যারিবিয়ানরা হেরে যায় ১৪৩ রানে।

English summary
First double century in the cricket World Cup came from the bat of the Chris Gayle in 2015. But New Zealand's 
 Martin Guptill breaks this record within one month.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X