For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যর্থ হয়েছিল যুবির লড়াই, নিউজিল্যান্ডে এখনও জেতেনি ভারত - চোখ রাখুন ইতিহাসের পাতায়

নিউজিল্যান্ড বনাম ভারত টি২০আই সিরিজের প্রথম ম্যাচের প্রিভিউ। এছাড়া দেখে নিন, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ। 

Google Oneindia Bengali News

বুধবার (৬ ফেব্রুয়ারি) ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টি২০আই সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নামছে ভারত। ওডিআই সিরিজে ৪-১ ফলে জিতে ভারত আত্মবিশ্বাসে টগবগ করে ফুটলেও পরিসংখ্য়ান কিন্তু ভরসা দিচ্ছে কিউইদের।

ব্যর্থ হয়েছিল যুবির লড়াই - চোখ রাখুন ইতিহাসের পাতায়

দুই দল ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে এখনও পর্যন্ত মোট ৮ বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে কিউইরা জিতেছে ৬ বার, ভারত ২ বার। নিউজিল্যান্ডের মাটিতে এখনও অবধি দুই দলের মধ্যে খেলা হয়েছে ২টি টি২০আই ম্যাচ। ২০০৯ সালের সফরে মহেন্দ্র সিং ধোনির ভারত দুটি ম্যাচের দুটিতেই পরাজিত হয়েছিল।

সিরিজের দ্বিতীয় ম্যাচটি হয়েছিল বুধবারের কেন্দ্র অর্থাত ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামেই। এই ক্রিকেট স্টেডিয়ামে টি২০আই ফর্ম্যাটে কিউইদের রেকর্ড খুবই ভাল। মোট ৯টি ম্যাচ খেলে ৬টিতেই জয়ী হয়েছে, শেষ ৫ ম্য়াচে অপরাজিত। দ্বিতীয়বার দুই দল এই কেন্দ্রে মুখোমুখি হওয়ার আগে একবার ফিরে দেখা যাক কী ঘটেছিল ২০০৯ সালের ম্যাচে।

টসে জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন তখনকার ব্ল্যাক ক্যাপসরা অধিনায়ক ব্রেন্ডন ম্য়াকালাম। গম্ভীর-সেওয়াগের ওপেনিং জুটি শুরুতে ঝড় তুললেও বেশিক্ষণ টিকতে পারেননি। সুরেশ রায়না কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরায় পঞ্চম ওভারেই ভারতের ৩৬ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল।

এখান থেকে খেলা ধরেছিলেন ধোনি ও যুবরাজ। ৩৪ বলে ৩টি ৪ ও ৪টি ছয় মেরে যুবি ৫০ রান করেছিলেন। ধোনি এই ম্যাচে থছিলেন ব্য়তিক্রমী। ৩০ বলে ২৮ রান করলেও শেষ পর্যন্ত টিকে থেকে অ্যাঙ্করের ভূমিকা নিয়েছিলেন। শেষ দিকে জাদেজা (১৬ বলে ১৯) ও ইরফান পাঠান (১০ বলে ১৫)-এর দুটি ক্যামিও ইনিংস খেললেও ভারত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯-এর বেশি তুলতে পারেনি।

জবাবে জেসি রাইডার ও ম্য়াকালাম-এর ওপেনিং জুটি ৫ ওভারেই ৫০ এর উপর রান তুলে দিয়েছিলেন। রাইডার ১৫ বলে ২৬ করে আউট হলেও ম্য়াকালাম ৫৫ বলে অপরাজিত ৬৯ করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন। রস টেলর (২৫ বলে ২৭) তাঁকে যোগ্য সহায়তা দেন। তবে নিউজিল্যান্ডের জয় এসেছিল একেবারে শেষ বলে।

ক্রাইস্ট চার্চে প্রথম ম্য়াচ হেরেই ভারত ওয়েলিংটনে এসেছিল। কাজেই সব মিলিয়ে দুটি ম্যাচের দুটিতেই হেরে ভারত সিরিজ খোয়ায়।

এবারের অবশ্য পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা। সীমিত ওভারের ক্রিকেটে বর্তমান ভারতীয় দল কিউইদের থেকে অনেক এগিয় আছে। তবে ক্রিকেট মহা অনিশ্চয়তার খেলা। তাই অনেক অসম্ভবই, সম্ভব হয়ে উঠতে পারে।

English summary
Lets take a look back at the previous T20I clash of New Zealand and India at Westpac Stadium.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X