For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে ভর্তি বাংলার প্রাক্তন অধিনায়ক

হৃদরোগে রোগের সমস্যায় হাসপাতালে ভর্তি হতে হল বাংলার প্রাক্তন অধিনায়ক গোপাল বসুকে। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার হাসপাতে ভর্তি হন তিনি। ইংল্যান্ডের ওয়ালসল ম্যানোর হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

Google Oneindia Bengali News

হৃদরোগে রোগের সমস্যায় হাসপাতালে ভর্তি হতে হল বাংলার প্রাক্তন অধিনায়ক গোপাল বসুকে। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার হাসপাতে ভর্তি হন তিনি।

হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে ভর্তি বাংলার প্রাক্তন অধিনায়ক

সপ্তাহ দু'য়েক আগে স্ত্রীকে নিয়ে ছেলের কাছে বার্মিংহ্যামে ঘুরতে যান গোপাল বসু। এমনিতেও ইংল্যান্ড তাঁর অন্যতম পছন্দের জায়গা বলে অতীতে বহু বার জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: ভারতকে আরও একটি পদক দিলেন হীনা সিধু, ব্রোঞ্জ এল ১০ মিটার এয়ার পিস্তলে ][আরও পড়ুন: ভারতকে আরও একটি পদক দিলেন হীনা সিধু, ব্রোঞ্জ এল ১০ মিটার এয়ার পিস্তলে ]

কিন্তু গত বুধবার রাতের দিকে বুকে ব্যথা অনুভব করেন বাংলার এই প্রাক্তন ওপেনার। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতাল ওয়ালসল ম্যানোর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে ভর্তি বাংলার প্রাক্তন অধিনায়ক

শুধু হৃদ যন্ত্রেরই যে সমস্যা তৈরি হয়েছে এমনটা নয়, এর পাশাপাশি সমস্যা দেখা দিয়েছে তাঁর কিডনিতেও। এই মুহূর্তে চরম তৎপড়তার সঙ্গেই চিকিৎসা চলছে তাঁর। আই.সি.ইউ-তে রাখা হয়েছে প্রাক্তন বঙ্গ অধিনায়ককে। গত ২৪ ঘন্টায় শরীরী উন্নতি হলেও এখনও পুরপুরি কাটেনি জটিলতা।

[আরও পড়ুন:পেজ-ভূপতির ধারা বজায় রেখে এশিয়াডে টেনিসে সোনা দখল তরুণ ভারতীয় জুটির][আরও পড়ুন:পেজ-ভূপতির ধারা বজায় রেখে এশিয়াডে টেনিসে সোনা দখল তরুণ ভারতীয় জুটির]

বয়স বেশি হওয়ায় তাঁকে আরও কয়েক দিন হাসাপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ডাক্তাররা। এই মুহূর্তে তাঁর বয়স ৭১। আগামী ৪৮ ঘন্টা তাঁকে আই.সি.ইউ-তে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা।

[আরও পড়ুন:আইলিগ-এ পাখির চোখ লাল-হলুদের, এবার আসছেন স্প্যানিশ ফুটবলার ][আরও পড়ুন:আইলিগ-এ পাখির চোখ লাল-হলুদের, এবার আসছেন স্প্যানিশ ফুটবলার ]

English summary
Former Opening Batsman of Bengal, Gopal Bose admitted in Hospital.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X