For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত দেশের প্রাক্তন অল-রাউন্ডার, ক্রিকেট মহলে শোকের ছায়া

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত দেশের প্রাক্তন ক্রিকেটার, শোকের ছায়া

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দোবাল। মাত্র ৫২ বছর বয়সে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দিল্লির এই প্রাক্তন ক্রিকেটার। দোবালের অকাল মৃত্যুর খবরে দেশের ক্রিকেট মহলে শোকের ছায়া নেমেছে। গভীর শোকপ্রকাশ করেছে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত দেশের প্রাক্তন ক্রিকেটার, শোকের ছায়া

এক সপ্তাহ আগে সর্দি, কাশি এবং তুমুল জ্বর নিয়ে বাহাদুরগড়ের স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছিল সঞ্জয় দোবালকে। তাঁর কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হওয়া প্রাক্তন ক্রিকেটারকে দিল্লির বড় হাসাপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়। প্লাসমা দেওয়া সত্ত্বেও সঞ্জয় চিকিতসায় সাড়া দেননি বলে জানানো হয়েছে। মৃত্যুকালে স্ত্রী ও দুই পুত্রকে রেখে গেলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দোবাল। বড় ছেলে সিদ্ধান্ত রাজস্থানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন। ছোট ছেলে একাংশ দিল্লির অনূর্ধ্ব ২৩ দলের সদস্য। বাবার দেখানো পথে ক্রিকেটারই হতে চান তাঁরা। ভারতীয় দলের জার্সি গায়ে চাপানোই তাঁদের লক্ষ্য।

দিল্লির ক্রিকেট সার্কিটে পরিচিত নাম হলেও রাজ্য তথা ভারতীয় দলে সুযোগ না পাওয়া সঞ্জয় দোবাল সনেট ক্রিকেট ক্লাব থেকে স্বপ্ন দেখা শুরু করেছিলেন। যেখান থেকে উঠে ভারতীয় দলকে আলোকিত করেছেন শিখর ধাওয়ান, আশিস নেহরা, ঋষভ পন্থ, মনোজ প্রভাকর, আকাশ চোপড়ার মতো ক্রিকেটাররা। বিখ্যাত কোচ তারক সিনহার অধীনে ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল সঞ্জয়ের। প্রিয় ছাত্রের আকস্মিক প্রয়াণে শোকাতুর সেই কোচ জানিয়েছেন, দোবাল তাঁর আস্থাভাজন ছিলেন। মিডিল অর্ডারে আক্রমণাত্মক ব্যাটিং করার পাশাপাশি দোবাল অফ স্পিন করতেন বলেও জানিয়েছেন তারক সিনহা। নিজে রঞ্জি ট্রফি খেলার সুযোগ না পেলেও জুনিয়র ক্রিকেটারদের কোচিং করিয়েছেন দোবাল। এয়ার ইন্ডিয়ায় কর্মরত ছিলেন তিনি।

প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দোবালের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন দিল্লি ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কেপি ভাস্কর। বলেছেন, যেসব দিল্লির ক্রিকেটার বাইরে খেলতে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করতেন, তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিতেন দোবাল। মৃত ক্রিকেটারের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ১৯৮৩-এর বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য মদনলাল।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে ক্রিকেটাদের জার্সিতে এবার 'ব্ল্যাক লাইভস ম্যাটারস' স্লোগান! বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে ক্রিকেটাদের জার্সিতে এবার 'ব্ল্যাক লাইভস ম্যাটারস' স্লোগান!

English summary
Former Indian cricketer dies at the age of 52 amid coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X