For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিসিবিকে খোঁচা, হিন্দু বলেই তাঁর সঙ্গে অবিচার হয়, বিস্ফোরক কানেরিয়া

ফের পিসিবিকে খোঁচা, হিন্দু বলেই তাঁর সঙ্গে অবিচার হয়, বিস্ফোরক কানেরিয়া

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি পাকিস্তানের ক্রিকেটার উমর আকমলের তিন বছরের শাস্তির মেয়াদ কমিয়েছে পিসিবি। দুটি আলদা ক্ষেত্রে পিসিবির দুর্নীতিদমক শাখার নিয়ম ভঙ্গ করায় আকমলকে তিন বছরের সাজা ঘোষণা করা হয়েছিল।

পিসিবিকে খোঁচা, হিন্দু বলেই তাঁর সঙ্গে অবিচার হয়, বিস্ফোরক কানেরিয়া

সেই শাস্তির মেয়াদ কমিয়ে এবার ১৮ মাস করা হয়েছে। শাস্তি কমানোর এই সিদ্ধান্ত শুনেই এবার মেজাজ হারালেন ইংল্যান্ডে ফিক্সিংয়ের কাণ্ডের কারণে নির্বাসিত আরেক পাক ক্রিকেটার দীনেশ কানেরিয়া।

পিসিবিকে খোঁচা দিয়ে ফের হিন্দু ধর্মের মানুষ হওয়ায় কানেরিয়ার জন্যে পাকিস্তানে ভিন্ন নিয়ম বলে অভিযোগ আনলেন।

কানেরিয়া বলেছেন, ' যত আইন তা সবই আমার জন্য! কেউ বলতে পারবে কেন আমাকেই শুধুমাত্র আজীবনের জন্য নির্বাসনে পাঠানো হয়েছে? অন্যদের শাস্তি দিয়েও পরে তা কমিয়ে দেওয়া হয়। আমি একজন হিন্দু, আর আমি তা নিয়ে গর্বিত। কিন্তু আমি হিন্দু বলেই কি পাকিস্তান ক্রিকেটে সবসময় অবিচারের শিকার হই?'

প্রসঙ্গত এর আগে হিন্দু ক্রিকেটার হওয়ার জন্যে তাঁকে বারবার অবিচারের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছিলেন। যে অভিযোগ আন্তর্জাতিক ক্রিকেটদুনিয়া তোলপাড় হয়েছিল। পাকিস্তান দলের অনেক ক্রিকেটার তাঁর সঙ্গে খাওয়া ভাগ করা বা খাওয়ার টেবিলে একসঙ্গে বসতে দ্বিধাগ্রস্থ থাকত, কানেরিয়া এমন অভিযোগ করেন। হিন্দু ধর্মাবলম্বী বলেই তাঁকে সতীর্থ ক্রিকেটাররা মাঠের বাইরে এড়িয়ে চলতেন বলেও কানেরিয়া চাঞ্চল্যকর অভিযোগ আনেন।

কারেনিয়া খোঁচা দিলও পাক ক্রিকেট বোর্ড অবশ্য এতে কোনও গুরুত্ব দেয়নি। কানেরিয়ার আর ক্রিকেটার হিসাবে ফেরার সুযোগ নেই, পিসিবি তাঁদের এই অবস্থান পরিষ্কার করে রেখেছে। ক্রিকেট থেকে নির্বাসিত হয়ে, কানেরিয়া কোচ ও ধারাভাষ্যকার হিসাবে ফিরতে চান।

English summary
Former Pakistan Spinner Danish Kaneria Alleges Discrimination after PCB Halved Umar Akmal's ban
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X