For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৯ বছর পর ম্যাচ ফিক্সিং-র অভিযোগ স্বীকার পাকিস্তানি ক্রিকেটারের, সঙ্গী আক্ষেপ

১৯ বছর পর ম্যাচ ফিক্সিং-র অভিযোগ স্বীকার পাকিস্তানি ক্রিকেটারের, সঙ্গী আক্ষেপ

  • |
Google Oneindia Bengali News

১৯ বছর ম্যাচ ফিক্সিং-এ জড়িত থাকার অভিযোগ স্বীকার করে নিলেন পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান সেলিম মালিক। একই সঙ্গে এ ক-বছর তাঁর প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের বঞ্চনার প্রসঙ্গও টেনে তুললেন। বললেন, অন্যান্যদের মতো সহযোগিতা তিনি পাননি।

২০০০-র ম্যাচ ফিক্সিং

২০০০-র ম্যাচ ফিক্সিং

১৯৯২-র বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের অন্যতম সদস্য সেলিম মালিকের বিরুদ্ধে ২০০০ সালে ম্যাচ ফিক্সিং-র অভিযোগ উঠেছিল। অস্ট্রেলিয়ার তিন জন ক্রিকেটারকে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল এই প্রাক্তন পাকিস্তানি ব্যাটসম্যানের বিরুদ্ধে। সেই সময় সেলিমকে ক্রিকেট থেকে চির নির্বাসনে পাঠিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

দোষ স্বীকার

দোষ স্বীকার

১৯ বছর পর ম্যাচ ফিক্সিং কাণ্ডে নিজের জড়িত থাকার বিষয়টি স্বীকার করলেন সেলিম মালিক। বললেন, ১৯ বছর আগে যা করেছেন, তার জন্য তিনি দুঃখিত। আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এ ব্যাপারে সবরকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন মালিক।

সেলিমের আবেদন

সেলিমের আবেদন

পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান জানিয়েছেন, আট বছর বয়সে তিনি ক্রিকেট খেলতে শুরু করেছিলেন। সারা জীবন তিনি শুধু ক্রিকেট খেলেছেন বলেও জানিয়েছেন মালিক। ক্রিকেটই তাঁর রুটি-রুজি ছিল বলে জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান। তাই তিনি নিজের প্রতি দেশের কাছে আরও সহানুভূতি আশা করেছিলেন বলে জানিয়েছেন সেলিম। তাঁর আবেদন, ম্যাচ গড়াপেটায় যুক্ত ক্রিকেটারদের মানবাধিকার আইনে যেন বিচার হয়।

সেলিমের আক্ষেপ

২০০৮ সালে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ এবং ২০১২ সালে সেই দলের ব্যাটিং কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন সেলিম মালিক। কিন্তু ম্যাচ ফিক্সিং-এ জড়িত থাকায় তাঁর সেই আবেদন গ্রাহ্য করা হয়নি বলে জানিয়েছেন মালিক। স্পট ফিক্সিং-এ যুক্ত মহম্মদ আমির, সলমন বাট, মহম্মদ আসিফদের নিস্তার দেওয়া হলে তাঁরও একটা সুযোগ পাওয়া উচিত ছিল বলে জানিয়েছেন সেলিম মালিক।

জানেন কি বিরাটের কাছে কোন মিষ্টি আবদার রাখল ওয়ার্নারের দুই কন্যা!জানেন কি বিরাটের কাছে কোন মিষ্টি আবদার রাখল ওয়ার্নারের দুই কন্যা!

English summary
Former Pakistani cricketer Salim Malik accept his connection with match fixing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X